ধারাবর্ষণে বিপদসীমা’র উপরে সিংগলা-লংগাই নদীর জল।

< 1 - মিনিট |

শিলচর-করিমগঞ্জের বিভিন্ন এলাকা হয়ে রয়েছে জলমগ্ন। এরই মাঝে সিংগলা এবং লংগাই নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

রেমাল ঘুর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত জনজীবন, ভেঙ্গে পড়েছে যাতায়াত ব্যবস্থা। উ:পূ: ভারত বিশেষ করে বরাকে এর প্রভাবে মারাত্মক আকার ধারণ করেছে পরিস্থিতি।

রেল-সড়ক দু’ভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপত্যকা। শিলচর-করিমগঞ্জের বিভিন্ন এলাকা হয়ে রয়েছে জলমগ্ন। এরই মাঝে সিংগলা এবং লংগাই নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে।

সর্বশেষ প্রাপ্ত খবর মতে লংগাই নদীর জলস্তর ২৪.৫০ মি:। অন্যদিকে, সিংগলা নদীর জলস্তর ২০.২৬৫ মি:। দু’টি নদীই বিপদসীমা’র উপর দিয়ে বইছে এবং জলের স্তর এখনো বাড়ছে।

Promotional | 5E for Success

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news