সম্পুর্ন বিনামূল্যের এম‌ইডিপি অন এডভানস বিউটি পার্লার তথা মেক‌আপ আর্টিষ্ট ও মেন্স সেলুনের উদ্যমি  মনোভাব প্রসার প্রশিক্ষণের জন্য ইচ্ছুকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান।

2 - মিনিট |

যারা বিউটি পার্লারে বা সেলুনে সহকারী হিসেবে কাজ করেছেন তবে ভবিষ্যতে নিজেদের পার্লার বা সেলুন খুলতে আগ্ৰহী এরা যোগাযোগ করুন শিলচরের ন্যাশনেল হাইওয়ের আশ্রম রোড বাজার সংলগ্ন এলাকার পুরাতন সানলিট হসপিটাল বিল্ডিং এর পিএনবি আরসেটি কাছাড়ে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

আগামী জুন মাসে পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড়ে তের দিনের মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম অন এডভানস বিউটি পার্লার তথা মেক‌আপ আর্টিষ্ট ও মেন্স সেলুনের উদ্যমি  মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হবে।

যারা বিউটি পার্লারে বা সেলুনে সহকারী হিসেবে কাজ করেছেন তবে ভবিষ্যতে নিজেদের পার্লার বা সেলুন খুলতে আগ্ৰহী এরা যোগাযোগ করুন শিলচরের ন্যাশনেল হাইওয়ের আশ্রম রোড বাজার সংলগ্ন এলাকার পুরাতন সানলিট হসপিটাল বিল্ডিং এর পিএনবি আরসেটি কাছাড়ে। বিস্তারিত জানতে ফোন করুন  ০৩৮৪২ ২৯৬২২৩  এই নং! একবারে সম্পুর্ন বিনামূল্যে ভারত সরকারের গ্ৰাম উন্নয়ন মন্ত্রণালয় ও রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্ৰাম উন্নয়ন বিভাগের স্কিল ও এন্টারপ্রেনরশিপ এর আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে তাই থাকা ও খাওয়ার সুযোগ থাকবে।

প্রশিক্ষণ শেষে এনসিভিটি স্কিল ইন্ডিয়ার  লেভেল ত্রি এর আওতায় মাইক্রো এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম এর  সার্টিফিকেট এবং আরসেটি থেকে এম‌ইডিপি অন এডভানস বিউটি পার্লার ও মেন্স সেলুন উদ্যমি সার্টিফিকেট দেওয়া হবে। যাদের সেলুন বা পার্লার আছে তবে সার্টিফিকেট নেই এরাও প্রশিক্ষণ নিয়ে এই সার্টিফিকেট দিয়ে পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের ভিতরে হতে হবে। কাছাড় , হাইলাকান্দি জিলা সহ বদরপুর শহরের আত্মসহায়ক দলের এর সদস্য বা এস‌এইজি পরিবারের পুরুষ যুবকরা ও অংশ নিতে পারবেন। ফেমিলি রেশন কার্ড বা ফেমিলি জব কার্ড বা ফেমিলির বিপিএল নং বা পিএম‌এ‌ওয়াই আবাস যোজনার ঘর পাওয়ার প্রমান পত্র বা স্বাস্থ্য বিমা যোজনার কার্ড তথা আয়ুসমান কার্ড বা অটল অমৃত কার্ড বা পরিবারে আত্মসহায়ক দল থাকার প্রমাণ পত্র  সহ কেওয়াইসি ডকুমেন্ট জমা করতে হবে আবেদন করতে।‌

5E for Success | Apply For Internship

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news