এই ঘটনার খবর আশপাশে ছড়িয়ে পড়তেই জনমনে আতঙ্ক দেখা দেয়
শিলচর : বাঁশকান্দি চিকিৎসা কেন্দ্র থেকে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীর হাতে দেওয়ার অভিযোগের পর এবার প্যারাসিটামল ওষুধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনলেন লক্ষীপুর শহরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দ্বীপ দাস । তিনি তার আঠারো মাসের সন্তানকে ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ঢাকতে গিয়ে ওষুধের সাথে চামচের মধ্যে বোতল থেকে বেরিয়ে আসে পচাগলা একটি মাছি । তাহা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়ে পড়েন ।
প্যারাসিটামল কোম্পানির প্যাসিমল এম এফ ১২৫ ওষুধ টি বাচ্চাদের জ্বরের ওষুধ বলে জানা গেছে । এই ঘটনার খবর আশপাশে ছড়িয়ে পড়তেই জনমনে আতঙ্ক দেখা দেয় । তারা বলেন মানুষ ওষুধ ব্যবহার করেন সুস্থ থাকার জন্য কিন্ত প্যারাসিটামল কোম্পানির কান্ডঞ্জানহীনতার জন্য এই ওষুধ খেয়ে বাচ্চার প্রান চলে যাওয়ার সম্ভবনা হত ।
বাচ্চাদের ওষুধের এই পচাগলা মাছি পাওয়ার জন্য তারা কোম্পানির বিরুদ্ধে তদন্ত মূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরেন । উল্লেখ্য যে গত বৃহস্পতিবার জয়দ্বীপ দাসের আঠারো মাসের সন্তানের প্রচন্ড জ্বর হলে তিনি সন্তান কে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে যান । শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে বাড়ি নিয়ে আসেন । বাড়িতে এসে সন্তানকে ওষুধ খাবারের উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ঢালতে গিয়ে ওষুধের সাথে পচাগলা মাছিটি তাদের নজরে পড়ে । পড়ে বিষয়টি পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম কে জানান তারা ।