এদিকে দমকল ইঞ্জিন গুলোতে থাকা জলের পাইপ ফাটা থাকায় আগুন নিভাতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকার জনগণ দমকল বাহিনীর ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শিলচরের হাসপাতাল রোডে দুপুর ২টা নাগাদ এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।এই অগ্নিকাণ্ডে একটি ফার্মাসি, রঙ্গের দোকান ও সিপিএম কার্যালয় সহ পেছনে থাকা বেশ কয়টি বসতবাড়ি আগুনে পুঁড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।খবর পেয়ে দমকল বাহিনীর ৪/৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি বলে স্থানীয় সুত্রে খবর পাওয়া গেছে।
এদিকে দমকল ইঞ্জিন গুলোতে থাকা জলের পাইপ ফাটা থাকায় আগুন নিভাতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকার জনগণ দমকল বাহিনীর ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনা কিভাবে সংগঠিত হয়েছে তা এখনও জানা যায়নি, তবে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার প্রয়াস অব্যাহত রেখেছে। ঘটনার খবর পেয়ে শিলচরের পুলিশ সুপার নোমাল মাহাত্তা ও সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু অগ্নিকাণ্ডের এই ঘটনায় বর্তমানে এলাকাজুড়ে এখনও তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
Promotional | NE India Adventure Sports@Barak Festival