সাধারণ মানুষের অভিযোগ, একাধিক পুলিশ চেকগেট থাকা সত্ত্বেও কীভাবে এসব বার্মিজ সুপারি বোঝাই গাড়ি অবাধে পাচার হচ্ছে ?
প্রতিদিন রাতের অন্ধকারে প্রচুর সংখ্যক বার্মিজ সুপারি বোঝাই গাড়ি বহিরাজ্যে পাচার হলেও নীরব ভূমিকায় রয়েছে প্রশাসন। এই পাচার সিন্ডিকেটের কার্যকলাপে এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ এবং সন্দেহ দানা বেঁধেছে।
সাধারণ মানুষের অভিযোগ, একাধিক পুলিশ চেকগেট থাকা সত্ত্বেও কীভাবে এসব বার্মিজ সুপারি বোঝাই গাড়ি অবাধে পাচার হচ্ছে ? বিভিন্ন চেকগেটে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও এসব অবৈধ গাড়ি আটক করতে কেন ব্যর্থ হচ্ছে পুলিশ। এতে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি আসাম-মেঘালয়ের বেহাল সড়কে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি বার্মিজ সুপারি বোঝাই লরি। এই ঘটনা বার্মিজ সুপারি পাচারের প্রকৃত চিত্র তুলে ধরে। এছাড়াও কাটাখাল রেলগেট এলাকায় ভোরের দিকে একটি লরি থেকে বস্তা পড়ে রাস্তার চারদিকে ছড়িয়ে পড়ে বার্মিজ সুপারি। সাধারণ মানুষের ক্যামেরায় ধরা পড়েছে এসব সুপারি বোঝাই গাড়ির ছবি। শুধু মেঘালয় হয়েই নয়, বড়খলা সমষ্টির বালাছড়া টোলগেট হয়েও স্থানীয় সুপারির আড়ালে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে পাচার হচ্ছে বার্মিজ সুপারি।
এমন পরিস্থিতিতে প্রশাসন কি পদক্ষেপ নেবে তা নিয়ে জনমনে কৌতূহল বাড়ছে। সিন্ডিকেটের এই নেটওয়ার্ক ভেঙে সাধারণ মানুষের আস্থা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে এলাকাবাসী।
Promotional | KRC Barak Festival Media Conclave