আন্দোলনে আরও গতি : দেশজুড়ে চিকিত্সা-ধর্মঘট, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

< 1 - মিনিট |

শের অন্যান্য রাজ্যে সোমবার সকাল থেকে চিকিত্সা-ধর্মঘট শুরু হলেও, দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর ডক্টরস অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, সোমবার দুপুর বারোটা থেকে মঙ্গলবার সকাল ছ’টা পর্যন্ত চলবে কর্মবিরতি ও ধর্মঘট| তবে, এই সময়ে জরুরি বিভাগ, আইসিইউ ও প্রসূতি বিভাগ চালু থাকবে

কে আর সি টাইমস ডেস্ক

আন্দোলনে আরও গতি বাড়ল| ১৭ জুন, সোমবার গোটা দেশের সমস্ত মেডিক্যাল কলেজ গুলিতে ধর্মঘটের ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)| চিকিত্সকদের সর্বোচ্চ সংগঠনের তরফে জানানো হয়েছিল, জরুরি ও রুটিন পরিষেবা চালু থাকবে| তবে, বর্হিবিভাগ এবং অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে| সেই মতো সোমবার সকাল থেকেই গোটা দেশের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলিতে চলছে চিকিত্সা-ধর্মঘট| উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করতে  চিকিত্সা-ধর্মঘটে সামিল হয়েছেন চিকিত্সকরা|

গুজরাটের ভদোদরায় স্যার সায়াজিরাও জেনারেল হাসপাতালের বর্হিবিভাগের বাইরে চিকিত্সা-ধর্মঘটে সামিল হন চিকিত্সকরা| রাজস্থানের রাজধানী জয়পুরেও চিকিত্সকরা ধর্মঘটে  সামিল হয়েছেন| জয়পুরের জয়পুরিয়া হাসপাতালে এদিন সকালে চিকিত্সকদের কেবিন ছিল ফাঁকা| গুজরাট ও রাজস্থানের পাশাপাশি সোমবারের ধর্মঘটে  সামিল হয়েছে উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, বিহার ও অসম-সহ সমস্ত রাজ্যের মেডিক্যাল কলেজের চিকিত্সকরা| মূলত-নিরাপত্তার দাবিতেই এদিনের ধর্মঘট| কোথাও কাজ বন্ধ রেখে আন্দোলন চলছে, কোথাও বা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন চিকিত্সকরা|

দেশের অন্যান্য রাজ্যে সোমবার সকাল থেকে চিকিত্সা-ধর্মঘট শুরু হলেও, দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর ডক্টরস অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, সোমবার দুপুর বারোটা থেকে মঙ্গলবার সকাল ছ’টা পর্যন্ত চলবে কর্মবিরতি ও ধর্মঘট| তবে, এই সময়ে জরুরি বিভাগ, আইসিইউ ও প্রসূতি বিভাগ চালু থাকবে| এছাড়াও উত্তর প্রদেশের বারাণসীতে ধর্মঘটে সামিল হয়েছেন স্যার সুন্দরলাল হাসপাতালের চিকিত্সকরা, অসমের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালেও চিকিত্সকরা ধর্মঘটে সামিল হয়েছেন| সবমিলিয়ে চিকিত্সক আন্দোলনের গতি আরও বাড়লেও, দেশজুড়ে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা| সঠিক সময়ে চিকিত্সা করাতে না পেরে সামান্য অসুস্থ রোগী আরও অসুস্থ হয়ে পড়ছেন|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news