দিন দিন চিকিত্সক-আন্দোলনেরও ব্যপ্তি হচ্ছে| সোমবার ফের আন্দোলনকারী জুনিয়র চিকিত্সকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে জটিলতা তৈরি হয়েছে| আন্দোলনকারীদের দাবি, সরকারি ভাবে বৈঠকের জন্য কোনও অমন্ত্রণপত্র পাননি তাঁরা
চিকিত্সক নিগ্রহের প্রেক্ষিতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বেজায় অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| দিন দিন চিকিত্সক-আন্দোলনেরও ব্যপ্তি হচ্ছে| সোমবার ফের আন্দোলনকারী জুনিয়র চিকিত্সকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে জটিলতা তৈরি হয়েছে| আন্দোলনকারীদের দাবি, সরকারি ভাবে বৈঠকের জন্য কোনও অমন্ত্রণপত্র পাননি তাঁরা|
এমতাবস্থায় নবান্ন সূত্রের খবর, সোমবার (১৭ জুন) রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজের দু’জন প্রতিনিধির সঙ্গে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তবে, বৈঠক কখন থেকে শুরু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি| স্বাস্থ্য কর্তাদের আশা, ওই বৈঠকের পর দ্রুত স্বাস্থ্য সঙ্কটের নিষ্পত্তি হবে| জটিলতা কাটাতেও উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| প্রসঙ্গত, রবিবার রাতে নবান্ন থেকে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার মাধ্যমে আন্দোলনকারী জুনিয়র চিকিত্সকদের জানানো হয়, সোমবার বিকেল তিনটে নাগাদ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী| কিন্তু, সোমবার সকালে আন্দোলনকারী জুনিয়র চিকিত্সকদের একাংশ দাবি করেন, যতক্ষণ না সরকারি ভাবে চিঠি দিয়ে বৈঠকের স্থান, কার সঙ্গে বৈঠক এবং কখন বৈঠক, স্পষ্ট করা হচ্ছে ততক্ষণ তাঁরা বৈঠকে অংশ নেবেন না|