সম সরকার এ-বছর থেকে রাজ্যের তিনটি মহাবিদ্যালয় (কলেজ) যথাক্ৰমে হোজাইয়ের হোজাই মহাবিদ্যালয়কে রবীন্দ্ৰনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, লখিমপুরের মাধবদেব মহাবিদ্যালয়কে মাধবদেব বিশ্ববিদ্যালয় এবং বরপেটা জেলার বজালি মহাবিদ্যালয়কে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে
অসমের যে তিন মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে, সেগুলিতে চলতি শিক্ষাবর্ষে খোলা থাকবে উচ্চ মাধ্যমিক শাখার ভরতি প্রক্রিয়া। এক বিবৃতি যোগে এ-কথা জানানো হয়েছে।
অসম সরকার এ-বছর থেকে রাজ্যের তিনটি মহাবিদ্যালয় (কলেজ) যথাক্ৰমে হোজাইয়ের হোজাই মহাবিদ্যালয়কে রবীন্দ্ৰনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, লখিমপুরের মাধবদেব মহাবিদ্যালয়কে মাধবদেব বিশ্ববিদ্যালয় এবং বরপেটা জেলার বজালি মহাবিদ্যালয়কে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে। তাই চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের ভরতি প্রক্রিয়া চললেও আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এই তিন মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে ভরতি প্ৰক্ৰিয়া বন্ধ হয়ে যাবে। তবে ছাত্ৰছাত্ৰীদের অসুবিধার প্ৰতি লক্ষ্য রেখে এই মহাবিদ্যালয় তিনটিতে এবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে এই সুযোগ অব্যাহত থাকবে বলে উচ্চ শিক্ষা দফতরের এক প্ৰেস বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, হোজাই এবং বজালি কলেজ এতদিন ছিল গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এবং লখিমপুরের মাধবদেব কলেজ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল।