পশ্চিমবঙ্গে ঢুকছে বর্ষা

< 1 - মিনিট |

বঙ্গোপসাগরের উত্তর উপকূল ঘেঁষে অসমের গোয়ালপারা, আলিপুরদুয়ার এবং গ্যাংটক হয়ে বর্ষা ঢুকছে এই রাজ্যে । উত্তরবঙ্গ এবং সিকিমে ঢুকেছে মৌসুমী বায়ু । এর জেরে আজ থেকে এ রাজ্যে মূলত উত্তরবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত

কে আর সি টাইমস ডেস্ক

পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে বলে জানাল  আলিপুর আবহাওয়া দফতর ৷ বঙ্গোপসাগরের উত্তর উপকূল ঘেঁষে অসমের গোয়ালপারা, আলিপুরদুয়ার এবং গ্যাংটক হয়ে বর্ষা ঢুকছে এই রাজ্যে । উত্তরবঙ্গ এবং সিকিমে ঢুকেছে মৌসুমী বায়ু । এর জেরে আজ থেকে এ রাজ্যে মূলত উত্তরবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত ।
তবে এখনই স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গের । বরং সাধারণের চেয়ে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রী । পাশাপাশি, ক্রমশ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি । প্রায় ৪৮ ঘণ্টা বজায় থাকবে এই আবহাওয়া । গলদঘর্ম অবস্থায় দিন কাটাতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের, আজএমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদীয়ায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে । একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদা ও ঝাড়গ্রামে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা ।
শুক্রবার বছরের উষ্ণতম দিনে অসহনীয় গরম ছিল কলকাতায় । এদিন সকাল থেকেই তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল আর্দ্রতা । শুক্রবারের সন্ধ্যার ঝড় বৃষ্টিতে শনিবারের আবহাওয়া মনোরম থাকলেও সকাল থেকে ফের শুরু হয় হাঁসফাঁসে গরম ।
সোমবার কলকাতার আকাশ থাকবে পরিস্কার । থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি । সর্বনিম্ন,২৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি  । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৪ শতাংশ । সর্বনিম্ন,৪৮ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয় নি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news