সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

< 1 - মিনিট |

সমর্থন করল তৃণমূল-ডিএমকে-সহ প্রধান রাজনৈতিক দল

কে আর সি টাইমস ডেস্ক

সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হলেন রাজস্থানের কোটা-র বিজেপি সাংসদ ওম বিড়লা| বুধবার সকালে সর্বসম্মতিক্রমে সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন কোটা লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি সাংসদ ওম বিড়লা| লোকসভার স্পিকার পদে এনডিএ প্রার্থী হিসেবে ওম বিড়লার নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এই প্রস্তাব সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং বিজু জনতা দল (বিজেডি)-সহ প্রধান রাজনৈতিক দলগুলি| ৫৬ বছর বয়সী ওম বিড়লা দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন বিজেপির যুব শাখার| গত বছর রাজস্থানে দলীয় সংগঠনকে ঢেলে সাজার দায়িত্ব ওমকেই দেওয়া হয়েছিল| গত লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এ বার বিজেপির বয়ঃসীমা নীতির জন্য ভোটে লড়েননি| অবশেষে বুধবার সকালে সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘ঘনিষ্ঠ’ ওম বিড়লা| ওম বিড়লা সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর, এদিন লোকভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘এটা হাউসের জন্য অত্যন্ত গর্বেব বিষয়| সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আমরা সবাই ওম বিড়লাজীকে অভিনন্দন জানাচ্ছি| অনেক সাংসদই বিড়লাজীকে খুব ভালোভাবে চেনেন| তিনি রাজস্থানেও কাজ করেছেন|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দীর্ঘ দিন ধরে ওম বিড়লাজীর সঙ্গে কাজ অভিজ্ঞতা রয়েছে আমার। তিনি কোটা থেকে প্রতিনিধিত্ব করেছেন, একটি স্থান যা মিনি-ভারত হিসেবে পরিচিত, শিক্ষা ও জ্ঞানের সঙ্গে সম্পর্কিত| বহু বছর ধরেই জনগণের মধ্যে রয়েছেন তিনি| ছাত্র নেতা হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু এবং তারপর থেকে কোনও রকম বিরতি ছাড়াও সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন|’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news