প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব : বার্তা স্পিকার ওম বিড়লার

< 1 - মিনিট |

সদ্য নির্বাচিত স্পিকার আরও বলেছেন, ‘সাংবিধানিক পদের মর‌্যাদা বজায় রাখার জন্য, স্পিকার নিরপেক্ষ হওয়া উচিত এবং আচরণেও নিরপেক্ষ হওয়া উচিত’

কে আর সি টাইমস ডেস্ক

প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব| সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ওম প্রকাশ বিড়লা| ৱুধবার সকালেই সর্বসম্মতিক্রমে সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা| স্পিকার নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব|’ সদ্য নির্বাচিত স্পিকার আরও বলেছেন, ‘সাংবিধানিক পদের মর‌্যাদা বজায় রাখার জন্য, স্পিকার নিরপেক্ষ হওয়া উচিত এবং আচরণেও নিরপেক্ষ হওয়া উচিত|’

৫৬ বছর বয়সী ওম বিড়লা দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন বিজেপির যুব শাখার| গত বছর রাজস্থানে দলীয় সংগঠনকে ঢেলে সাজার দায়িত্ব ওমকেই দেওয়া হয়েছিল| বুধবার সকালে সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘ঘনিষ্ঠ’ ওম বিড়লা| লোকসভার স্পিকার পদে এনডিএ প্রার্থী হিসেবে ওম বিড়লার নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এই প্রস্তাব সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং বিজু জনতা দল (বিজেডি)-সহ প্রধান রাজনৈতিক দলগুলি|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news