বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য এই বিশেষ দিনটি পালন করার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ
বৃহস্পতিবার, ২০ জুন। ‘বিশ্ব উদ্বাস্তু দিবস’ বা ‘বিশ্ব শরণার্থী দিবস’। বৃহস্পতিবার এই বিশেষ দিনে সকল শরণার্থীদের পাশে থাকার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট বার্তার মাধ্যমে এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ বিশ্ব উদ্বাস্তু দিবস। নিজেদের ভিটেমাটি ছেড়ে যাদের অন্যত্র শরণার্থী হিসেবে থাকতে হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য। আসুন আমরা শরণার্থীদের সবরকম সাহায্য করার শপথ নিই।”
উল্লেখ্য, ২০০১ সালের জুন মাসের ২০ তারিখ সর্বপ্রথম পালন করা হয় আন্তর্জাতিক শরণার্থী দিবস। ১৯৫১ সালে অনুষ্ঠিত শরণার্থীদের অবস্থান নির্ণয় বিষয়ক একটি কনভেনশনের ৫০ বছর পূর্তি হয় ২০০১ সালে। সেই উপলক্ষ্যে ২০০০ সালের ৪ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ৫৫/৭৬ ভোটে অনুমোদিত হয় যে, ২০০১ সালে থেকে জুন মাসের ২০ তারিখ আন্তর্জাতিক শরণার্থী দিবস হিসেবে পালন করা হবে। মূলত, ২০০০ সাল পর্যন্ত আফ্রিকান শরণার্থী দিবস নামে একটি দিবস বিভিন্ন দেশে পালিত হয়ে আসছিল। রাষ্ট্রসংঘ পরবর্তীকালে নিশ্চিত করে যে, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি বা ওএইউ পরবর্তীকালে ২০ জুনকে আফ্রিকান শরণার্থী দিবস-এর পরিবর্তে আন্তর্জাতিকভাবে শরণার্থী দিবস হিসেবে ২০ জুনকে পালন করা হবে। বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য এই বিশেষ দিনটি পালন করার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।