শুধু ভারতই নয়, গোটা বিশ্বের মোট ১৮০টি দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস| প্রতিবেশী দেশ বাংলাদেশেও যোগ দিবসে ব্যাপক সাড়া মিলেছে
ভারতের পাশাপাশি গোটা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হল পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস| অরুণাচল প্রদেশের লোহিতপুর, হিমাচল প্রদেশের রোহতাং পাস ও সিকিম-সহ ভারতের বিভিন্ন প্রান্তে যোগ দিবস পালন করলেন ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) জওয়ানরা| অরুণাচল প্রদেশের লোহিতপুরে পশু প্রশিক্ষণ স্কুল (এটিএস)-এ যোগাসন করেন আইটিবিপি জওয়ানরা| আবার হিমাচল প্রদেশের রোহতাং পাস-এর কাছে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় প্রবল ঠাণ্ডার (মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস) মধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) জওয়ানরা| হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ইন্দো-চিন সীমান্তেও যোগাভ্যাস করেন আইটিবিপি জওয়ানরা| এখানেই শেষ নয়, সিকিমে ও পি ডোরজিলার কাছে প্রায় ১৯ হাজার ফুট উচ্চতায় মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস ঠাণ্ডার মধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন জওয়ানরা| শুক্রবার সকালে সূর্য প্রণাম করার পর যোগাসন করেন আইটিবিপি জওয়ানরা| পাশাপাশি অরুণাচল প্রদেশের দিগারু নদীতে ‘নদী যোগাসন’ করেছেন আইটিবিপি জওয়ানরা| আবার জম্মু ও কাশ্মীর লেহ, ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত কোন্ডাগাঁও জেলায় যোগাভ্যাস করেন আইটিবিপি জওয়ানরা|
আইটিবিপি জওয়ানদের পাশাপাশি শুক্রবার সকালে দিল্লিতে যোগাভ্যাস করেছেন ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড| প্রায় ৫০০ জন বায়ুসেনা কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা যোগ আসন করেন| মুম্বইয়ে নৌবাহিনীর পশ্চিম নৌবাহিনীর ডকইয়ার্ড-এ আইএনএস বিরাট-এ যোগাসন করেছেন ওয়েস্টার্ন নৌ কমান্ড কর্মী-আধিকারিকরা| এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ২১ জুন, শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন তিন বাহিনীর জওয়ানরা| জম্মুতে যোগাসন করেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা| হিমালয়ের পর্বতে যোগাভ্যাস করেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা| ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী অধ্যুষিত ডোর্নাপাল এলাকায় সাত সকালেই যোগাভ্যাস করেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৭৪ ব্যাটেলিয়নের জওয়ানরা| শুধু ভারতই নয়, গোটা বিশ্বের মোট ১৮০টি দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস| প্রতিবেশী দেশ বাংলাদেশেও যোগ দিবসে ব্যাপক সাড়া মিলেছে|