শান্তিরবাজারে খাদ্য ও কৃষি দফতরের উদ্যোগে চলছে ধান ক্রয়ের কাজ

< 1 - মিনিট |

আজকের ধান বিক্রির প্রথমদিনে শান্তিরবাজারের অধিকাংশ কৃষক ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাঁদের উৎপাদিত ধান বিক্রি করার জন্য এই কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন

কে আর সি টাইমস ডেস্ক

দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় খাদ্য ও কৃষি দফতরের উদ্যোগে চলছে সরকারি মূল্যে ধান ক্রয়ের কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিরবাজার মহকুমার বাইখোড়া এসএসবি ক্যাম্পের মাঠে এই ধান ক্রয়ের কাজ শুরু হয়। ধান ক্রয়ের কাজ ঘুরে দেখেন শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা ও শান্তিরবাজার কৃষি দফতরের কৃষি তত্বাধায়ক অফিসার দেবাশিস পাল। 
এসএ দেবাশিস পাল জানান, গতবারের তুলনায় এবার প্রচুর পরিমাণে ধান ক্রয় করা হবে। তিনি সকল কৃষকদের আহ্বান জানান, প্রত্যেক কৃষক যেন তাঁদের উদ্বৃত্ত ধান এই কেন্দ্রে এনে বিক্রি করেন। আজকের ধান বিক্রির প্রথমদিনে শান্তিরবাজারের অধিকাংশ কৃষক ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাঁদের উৎপাদিত ধান বিক্রি করার জন্য এই কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news