বিহারে এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৮

< 1 - মিনিট |

মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই রোগের প্রকোপে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৮ জনের। পাশাপাশি কেজরিওয়াল হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ২০ শিশু

কে আর সি টাইমস ডেস্ক

   এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে বিহারে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শনিবার এনসেফাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৮। মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই রোগের প্রকোপে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৮ জনের। পাশাপাশি কেজরিওয়াল হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ২০ শিশু। 
এর আগে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার এসকে শাহী দাবি করেছিলেন, কিউলেক্স বিশনুই নামের এক ধরণের মশা এনসেফেলাইটিস ছড়ায়। এতে কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ধরার মতো উপসর্গ দেখা যায়। এনসেফেলাইটিসে আক্রান্ত হলে শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে শিশুরা। অবিলম্বে বর্ষা শুরু না হলে, এই মৃত্যু মিছিল চলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার রাজ্যে এনসেফেলাইটিসের বাড়বাড়ন্তের জন্যে  প্রশাসনকে দায়ী করেছিলেন লোকতান্ত্রিক জনতা দলের সুপ্রিমো শরদ যাদব। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকেরা ভাল কাজ করছে। এই এনসেফেলাইটিস কেন ছড়াচ্ছে, তা জানতে আমরা অক্ষম। এটি প্রস্তুতি ও পরিকাঠামোগত ব্যর্থতা। প্রস্তুতি যথা্যথ হয়নি। প্রস্তুতির ব্যর্থতার কারণে এমন ঘটনা ঘটে চলেছে। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করলে এমন পরিস্থিতি তৈরি হত না। এনসেফেলাইটিস এবং তাপপ্রবাহে মৃত্যু মিছিল রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news