হার্ট -এর সমস্যায় জেরবার ? আপনার হাতের কাছেই রয়েছে তার সমাধান
অত্যাধিক গরমে সুস্বাদু, রসাল তরমুজের গুণাবলী নিয়ে কম বেশি সকলেই ওয়াকিবহাল। কিন্তু আপনি জানেন কী ফেলে দেওয়া তরমুজের বীজের উপকারিতা। অবাক হচ্ছেন ? উপকারিতার কথা জানলে সত্যিই আপনি কিছুটা আকাশ থেকে পড়বেন।
সারাদিনে শরীরকে সুস্থ রাখতে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন তার প্রায় ৬০% জোগান দিতে শুধুমাত্র এক কাপ তরমুজের বীজই যথেষ্ট । এমনকি প্রয়োজনীয় নানা ধরনের এমাইনো অ্যাসিডর ঘাটতি মেটাতেও এই তরমুজের বীজ অপরিহার্য। যা শরীরের অতিরিক্ত রক্ত চাপ কমায় , এছাড়াও করোনারি হার্ট ডিসিসের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমেরিকার ক্যান্সার সোসাইটির প্রকাশিত তথ্য অনুযায়ী তরমুজের বীজে রয়েছে ভিটামিন বি- যা আমাদের শরীরের স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রকে রক্ষণাবেক্ষন করে।
এর পাশাপাশি তথ্য এটাও দাবি করছে তরমুজের দানায় রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম যা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে।এক কাপ পরিমান শুকনো তরমুজের দানায় রয়েছে ৫১ গ্রাম ফ্যাট , এরমধ্যে ১১ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট , বাকিটা পলিস্যাচুরেটেড এবং ওমেগা -৬
ফ্যাটি অ্যাসিড। আমেরিকার হার্ট আসোসিয়েশন-আর মতানুযায়ী মনো ও পলি স্যাচুরেটেড ফ্যাট মানবদেহে কোলেস্টেরলের মাত্রা কমায়। ওমেগা -৬ উচ্চ ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ এর পাশাপাশি ত্বক উজ্জ্বল রাখতেও সাহায্য করে। বীজের আয়রন চুলের শক্তি বাড়ায় , গোড়া থেকে মজবুত করার পাশাপাশি চুল পড়া ও চুল শুষ্ক হওয়া থেকেও রক্ষা করে।
আপনি কী ডায়াবিটিস নিয়ে পরিশ্রান্ত ? রোজ এক কাপ তরমুজের বীজ ৭৫০ গ্রাম জলে খুব স্বল্প আঁচে ফুটিয়ে নিন । তারপর ওই জল রোজ পান করার অভ্যেস বানিয়ে নিন। দেখবেন কিছুদিনের মধ্যেই ডায়বেটিস আপনাকে গুড বাই জানাতে বাধ্য। কী বিস্মিত হচ্ছেন?