বাংলায় শপথ নিলেন মিমি-নুসরত, লোকসভায় উঠল জয় বাংলা রব

< 1 - মিনিট |

লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন তৃণমূলের যাদবপুর লোকসভা আসনের বিজয়ী সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল সাংসদ নুসরত জাহান

কে আর সি টাইমস ডেস্ক

লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন তৃণমূলের যাদবপুর লোকসভা আসনের বিজয়ী সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল সাংসদ নুসরত জাহান। সংসদে মঙ্গলবার বাংলায় শপথ নিয়েছেন এই দুই নতুন তারকা সদস্য। দু’জনের শপথ বাক্যপাঠের শেষেই শোনা গেল ‘জয় বাংলা’ শ্লোগান। দেশের বাইরে থাকার কারণে লোকসভার অধিবেশনের প্রথম দিনে অন্যান্য সাংসদদের সঙ্গে শপথ গ্রহণ করতে পারেননি মিমি ও নুসরত। এদিন প্রথমে শপথ নেন বসিরহাটের তৃণমূল সাংসদ নববধূ নুসরত জাহান। তিনি বাংলা ভাষায় শপথপাঠ করেছেন। পরনে ছিল শাড়ি। প্রসঙ্গত, নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য তুরস্কে ছিলেন নুসরত। বন্ধুর বিয়ে উপলক্ষ্যে সেখানেই ছিলেন মিমি চক্রবর্তীও। 

দেশে না-থাকায় লোকসভার অধিবেশনের প্রথম দিনে অন্যান্য সাংসদদের সঙ্গে শপথ গ্রহণ করতে পারেননি লোকসভায় এই দুই নয়া তারকা সদস্য। মঙ্গলবার সকালে দু’জনেই হাজির হলেন সংসদের নিম্নকক্ষে। সাদা সালোয়ার-কামিজে বাংলায় শপথ গ্রহণ করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও। অন্যান্য তৃণমূল সাংসদদের মতোই তাঁদের দু’জনেরই শপথ বাক্যপাঠের শেষে শোনা গেল ‘জয় বাংলা’ ধ্বনি। শপথ গ্রহণের পর এদিন সংসদের বাইরে বেরিয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহান বললেন, “বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা আগামীকাল প্রথমে আমাদের নির্বাচনী এলাকার কথা বলব। আমাদের মতামতও থাকবে সেখানে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *