তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্ৰবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষিত

< 1 - মিনিট |

পরীক্ষাৰ্থীরা বিশ্ববিদ্যালয়ের দুই ওয়েবসাইট যথাক্রমে tezu.ernet.in এবং tezuadmissions.com-এ গিয়ে সার্চ করলে তাঁদের ফলাফল পেয়ে যাবেন

কে আর সি টাইমস ডেস্ক

তেজপুর কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়ে ভরতির জন্য অনুষ্ঠিত ২০১৯ শিক্ষাবর্ষের প্ৰবেশিকা পরীক্ষা (টিইউইই ২০৯৯)-র ফলাফল আজ মঙ্গলবার ঘোষণা  করা হয়েছে। যে সকল ছাত্ৰছাত্ৰী তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্ৰবেশিকা পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছিলেন, তাঁরা সংশ্লিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে তাঁদের পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন।
তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পাঠ্যক্ৰমে ভরতির জন্য প্ৰবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষাৰ্থীরা বিশ্ববিদ্যালয়ের দুই ওয়েবসাইট যথাক্রমে tezu.ernet.in এবং tezuadmissions.com-এ গিয়ে সার্চ করলে তাঁদের ফলাফল পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটগুলিতে বিভিন্ন বিষয়ের জন্য অবতীৰ্ণ ছাত্ৰছাত্ৰীদের মেরিট লিস্টও প্ৰকাশ করা হবে। মেরিট লিস্ট ছাড়াও বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষ একটি ওয়েটিং লিস্ট প্ৰকাশ করবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, যদি মেরিট লিস্টে নাম রয়েছে এমন ছাত্ৰ অথবা ছাত্ৰী ভরতি না হন, তা-হলে ওয়েটিং লিস্টের ছাত্ৰ বা ছাত্ৰী তাঁদের নাম ভরতি করার সুযোগ পাবেন।
অনলাইনে ২০১৯-এর প্ৰবেশিকা পরীক্ষা বা টিইউইই-এর ফলাফল দেখার নিয়মও বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্ৰথমে tezu.ernet.in এবং tezuadmissions.com লিঙ্ক দুটির যে কোনও একটায় গিয়ে ক্লিক করতে হবে। তার পর অ্যাডমিশন পোৰ্টাল খুলবে। অ্যাডমিশন পোৰ্টালে গিয়ে নিজের ই-মেল আইডি এবং পাসওয়াৰ্ড টাইপ করে সাবমিট করার সঙ্গে সঙ্গে কম্পিউটারের স্ক্ৰিনে পিডিএফ ফর্মেটে রেজাল্ট উপলব্ধ হবে। পরবর্তীতে রেজাল্টের এই পিডিএফ কপি ডাউনলোড করে নেওয়ার কথা বলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news