প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট নিয়োগ কমিটি দেশের দুই শীৰ্ষ গোয়েন্দা সংস্থা ‘আইবি’ এবং ‘র’-এর দুই নতুন প্রধানকে নিযুক্তি দিয়েছে। এর মধ্যে অরবিন্দ কুমারকে ইনটেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর এবং বালাকোটে সাৰ্জিক্যাল স্ট্রাইকের সময় গুরুত্বপূৰ্ণ ভূমিকা গ্রহণকারী সাওন্ত গোয়েলকে রিসাৰ্চ অ্যান্ড এনালাইসিস উইং অৰ্থাৎ ‘র’-এর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে
ভারতের গোয়েন্দা সংস্থা তথা ইনটেলিজেন্স ব্যুরো (আইবি)-র শীর্ষ পদে বসছেন অসম-মেঘালয় ক্যাডার আইপিএস শোণিতপুরের প্রাক্তন পুলিশ সুপার অরবিন্দ কুমার। অরবিন্দ কুমার ১৯৮৪ সালের অসম-মেঘালয় ব্যাচের আইপিএস।
প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট নিয়োগ কমিটি দেশের দুই শীৰ্ষ গোয়েন্দা সংস্থা ‘আইবি’ এবং ‘র’-এর দুই নতুন প্রধানকে নিযুক্তি দিয়েছে। এর মধ্যে অরবিন্দ কুমারকে ইনটেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর এবং বালাকোটে সাৰ্জিক্যাল স্ট্রাইকের সময় গুরুত্বপূৰ্ণ ভূমিকা গ্রহণকারী সাওন্ত গোয়েলকে রিসাৰ্চ অ্যান্ড এনালাইসিস উইং অৰ্থাৎ ‘র’-এর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।
দুজনেই আগামী ৩০ জুন দু বছরের স্থায়ী কাৰ্যকালের জন্য দায়িত্বভার গ্ৰহণ করবেন। বৰ্তমানের ‘আইবি’ ডিরেক্টর অনিলকুমার ধাসমানা এবং ‘র’-এর ডিরেক্টর রাজীব জৈনের গত ডিসেম্বরে নিৰ্দিষ্ট মেয়াদ সম্পন্ন হলেও অতিরিক্ত ছয়মাসের জন্য তাঁদের কাৰ্যকাল বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, মধ্য অসমের শোণিতপুরের প্ৰাক্তন পুলিশ সুপার অরবিন্দ কুমার ১৯৯১ সাল থেকে ‘আইবি’-র বিভিন্ন পদে কাৰ্যনিৰ্বাহ করেছেন। মাওবাদী নিয়ন্ত্ৰণ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অরবিন্দ কুমার বৰ্তমানে ‘আইবি’-র কাশ্মীর ডিভিশনে স্পেশাল ডিরেক্টরের দায়িত্বে আছেন।