ঘূর্ণাবর্তের সৌজন্যে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু, দু’-একদিনের মধ্যেই বর্ষার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

< 1 - মিনিট |

অবশেষে জুলাই মাসের শুরু থেকেই বর্ষার বৃষ্টি তে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ|আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, অন্ধ্র ও ওডিশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে| সেই ঘূর্ণাবর্ত থেকে শক্তি অর্জন করে সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু

কে আর সি টাইমস ডেস্ক

নামেই বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে| বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি  হয়েছে ঠিকই, তাতে অস্বস্তি একটুও কমেনি| বরং বৃষ্টি থামতেই গরম বেড়েছে| সবথেকে খারাপ অবস্থা ছিল কলকাতার| তীব্র গরম ও আর্দ্রতার দাপটে নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে| কিন্তু, শুক্রবারের মেঘলা আকাশ গরম থেকে অনেকটাই স্বস্তি দিল শহরবাসীকে| বর্ষার বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকা দক্ষিণবঙ্গবাসীকে সুখবরও দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর| আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দু’-একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হবে|

শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘলা| গত কয়েকদিনের তুলনায় আর্দ্রতাজনিত অস্বস্তিও কম ছিল| আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার থেকেই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে| দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে বেশ কিছুদিন হল| বর্ষার আগমণ হলেও, দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির কোনও দেখা নেই|  বৃষ্টিতে ভেজার পরিবর্তে গরমের দহণজ্বালায় পুড়তে হয়েছে শহরবাসীকে| অবশেষে জুলাই মাসের শুরু থেকেই বর্ষার বৃষ্টি তে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ|আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, অন্ধ্র ও ওডিশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে| সেই ঘূর্ণাবর্ত থেকে শক্তি অর্জন করে সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু| সেই ঘূর্ণাবর্তের হাত ধরেই এবার বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে| প্রসঙ্গত, উত্তরবঙ্গে অনেক দিন আগে বর্ষার আগমণ হলেও, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল গত ২১ জুন|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news