রাজ্য সরকার নবদ্বীপ ও মায়াপুর দুটি স্থানকেই হেরিটেজ টাউন হিসাবে গড়ে তুলছে অতি দ্রুতার সঙ্গে। পাশাপাশি ইসকন মন্দির ও তাদের উদ্যোগের এদিন আবারও প্রসংশা করেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার অ্যালবার্ট রোডে ইসকনের রথযাত্রার দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে পাশে নিয়ে, ইসকনের রথযাত্রার সূচনার আগে আরও একবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী ।
এবার ইসকনের রথযাত্রা ৪৮ বছরে পড়ল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালবার্ট রোডে ইসকনের রথযাত্রার সূচনার করেন। সঙ্গে ছিলেন নুসরত জাহান ও তাঁর স্বামী ব্যবসায়ী নিখিল জৈন, অভিনেতা সোহম সহ অন্যান্যরা । এদিন ইসকনের রথের আরতি সেরে মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা সম্প্রীতির যাত্রা । রাজ্য সহ দেশের সব প্রান্তের মানুষ জাত, ধর্ম নির্বিশেষে এই উৎসবে যোগদেন। রাজ্যে যার ঐতিহ্য দীর্ঘদিনের। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যেদিয়ে আরও একবার রাজ্যের মানুষের কাছে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান করেন। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নবদ্বীপ ও মায়াপুর দুটি স্থানকেই হেরিটেজ টাউন হিসাবে গড়ে তুলছে অতি দ্রুতার সঙ্গে। পাশাপাশি ইসকন মন্দির ও তাদের উদ্যোগের এদিন আবারও প্রসংশা করেন মুখ্যমন্ত্রী। এরপরই রথেক চাকায় জল ছিটিয়ে রথযাত্রার সূচনা করেন তিনি।
অন্যদিকে, মহাজাতি সদনে রথযাত্রা উৎসবে শামিল মুকুল রায়-সহ রাজ্য বিজেপির নেতারা। রাম নবমীর পর এ বার রথযাত্রা উৎসবের মধ্যে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা জারি রাখল রাজ্যের শাসক-বিরোধী দু’দলই। উত্তর কলকাতার মহাজাতি সদন এলাকায় রামমন্দিরের সামনে থেকে রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই সেখানে সাজ সাজ রব। প্রতি বছরই জাঁকজমকের সঙ্গে রথযাত্রা উৎসব পালন করেন উদ্যোক্তারা। কিন্তু, গত এক বছরে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অনেকেটাই । এই পরিস্থিতিতে মহাজাতি সদনের এই রথযাত্রায় এ বার ছবিটা অনেকটাই আলাদা। এখানকার অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতারা। রথযাত্রার সূচনা করেন দলের নেতা মুকুল রায় । রশিতে টান দিয়ে রথের সঙ্গেই পদযাত্রায় শামিল হন রাজ্য বিজেপির নেতারা। রাজ্য রাজনীতিতে বিজেপির প্রভাব যত বাড়ছে, ধর্মীয় অনুষ্ঠানেও তাঁদের অংশগ্রহণ বাড়ছে । অন্যদিকে আগরতলার মঠচৌমুহনিতে অবস্থিত ইসকন মন্দিরের উদ্যোগে আজ (৪ জুলাই) থেকে আগামী ১২ জুলাই পর্যন্ত পালিত হবে রথযাত্রার উৎসব ।
আজ বিকেল ৩টায় রথযাত্রার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব । আগামী ১২ জুলাই বিকেল ৩টায় গুরুজি কনফারেন্স হলে উল্টোরথের উদ্বোধন করবেন রাজ্যপাল প্রফেসার কাপ্তানসিং সোলাঙ্কি। জানা গেছে, সাতদিন ব্যাপী উৎসবে প্রতিদিন সন্ধ্যায় গুরুজি কনফারেন্স হলে আধ্যাত্মিক নৃত্য, নাটক, কীর্তন-সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
এদিকে যথাযথ মর্যাদার সঙ্গে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া ইসকন মন্দিরেও অনুষ্ঠিত হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। বাইখোড়া ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বাইখোড়া ইসকন মন্দিরের রথযাত্রায় উপস্থিত থাকবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ ।
এদিকে বাইখোড়া ইসকন মন্দিরের মহারাজা করুনেশবর মাধবদাস ব্রক্ষচারী জানান, এ বছর রথের উচ্চতা ৪০ ফুট। রাজ্যের অন্য প্রান্ত থেকেও প্রভু জগন্নাথ, বলরাম সুভদ্রার রথযাত্রার খবর পাওয়া গেছে ।