ছন্দা গায়েন একজন বাঙ্গালী পর্বতারোহী । তিনি মার্শাল আর্টিস্ট, অনুসন্ধানকারী ও আত্মরক্ষা শিক্ষকও ছিলেন । তিনি পশ্চিমবঙ্গ থেকে প্রথম অসামরিক নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করতে সক্ষম হন । ২০১৩ সালে ১৮ মে সকাল ৭টায় তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন
আজ ৯ জুলাই, পর্বতারোহী ছন্দা গায়েনের ৪০ তম জন্মবার্ষিকী । মঙ্গলবার এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধার্ঘ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন টুইটের মাধ্যমে এই শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ।এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “পর্বতারোহী ছন্দা গায়েনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য। তাঁর অদম্য উৎসাহকে সম্মান জানিয়ে আমাদের সরকার ছন্দা গায়েন সাহসিকতা সম্মান চালু করেছে ।”
ছন্দা গায়েন একজন বাঙ্গালী পর্বতারোহী । তিনি মার্শাল আর্টিস্ট, অনুসন্ধানকারী ও আত্মরক্ষা শিক্ষকও ছিলেন । তিনি পশ্চিমবঙ্গ থেকে প্রথম অসামরিক নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করতে সক্ষম হন । ২০১৩ সালে ১৮ মে সকাল ৭টায় তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন ।
এরপর ২০১৪ সালে কাঞ্চনজংঘা পর্বত জয়ের নেশায় ফের অভিযান শুরু করেন তিনি । সেই সময় বরফ ধ্বসে চাপা পড়ে, মাত্র ৩৫ বছর বয়সে জীবনাবসান ঘটে তাঁর । সেই বছরই পর্বাতারোহী ছন্দা গায়েনের স্মৃতিকে সম্মান জানাতে ‘ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কার ’ চালু করে রাজ্য সরকার ৷ ২০১৪ সালে সর্বপ্রথম এই পুরস্কারের জন্য মনোনিত হয়েছিলেন বিশিষ্ট পর্বতারোহী শ্রীমতি সোমা ভট্টাচার্য ।