টিকটক অ্যাপে বিতর্কিত ভিডিও ছড়িয়ে বিপত্তি, বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর মুম্বই পুলিশের

< 1 - মিনিট |

মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাবরেজ আনসারি সম্পর্কিত ভিডিও ছড়ানোর দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

জনমানসে কুপ্রভাব ফেলছে, ভিডিও অ্যাপ টিকটক-এর বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে| ভারতে এই অ্যাপের চাহিদা এখন তুঙ্গে| মূলত স্পেশ্যাল এফেক্ট ব্যবহার করে ছোট ছোট ভিডিও ক্লিপিং, জোকস, নাচ ও গানের একটি জনপ্রিয় অ্যাপ হল টিকটক| কিন্তু, টিকটক অ্যাপের কুপ্রভাব অসংখ্য| এবার নতুন সংযোজন-ঝাড়খণ্ডে গণপিটুনিতে নিহত তাবরেজ আনসারির সঙ্গে সম্পর্কিত ভিডিও টিকটক অ্যাপে ছড়িয়ে দেওয়া| আর এই কারণে বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর রুজু করল মুম্বই পুলিশের স্পেশ্যাল সেল| পাশাপাশি এই ভিডিওর বিষয়টি তদন্ত করেও দেখছে মুম্বই পুলিশ| টিকটক কর্তৃপক্ষও ওই ভিডিওটি সরিয়ে দিয়েছে এবং টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে|
রাকেশ সোলাঙ্কি নামে একজন অভিযোগকারিনী জানিয়েছেন, ‘টিকটক কর্তৃপক্ষের দ্বারা আমি জানতে পেরেছি, ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে| আমার অভিযোগের পরই তিনটি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে| সাসপেন্ড করার অর্থ হল, তারা নিজেদের অ্যাকাউন্টে ফের লগ ইন করতে পারবে এবং যা ইচ্ছে তাই পোস্ট করতে পারবে| মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাবরেজ আনসারি সম্পর্কিত ভিডিও ছড়ানোর দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news