শিক্ষার প্রসার ঘটছে বাংলায়৷ ৮ বছরে রাজ্যে ২৮টি বিশ্ববিদ্যালয় গড়া হয়েছে৷ কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গঠন করা হচ্ছে| আরও ১০টি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে
“বাংলার প্রতিভা বিশ্বসেরা৷ ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত্৷” বৃহস্পতিবার নজরুল মঞ্চের সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়| তাঁর মতে বাংলায় অত দ্রুত গতিতে শিক্ষার প্রসার ঘটছে|
এদিন মঞ্চ থেকে মমতা বলেন, “রাজ্যে একের পর এক বিশ্ববিদ্যালয় গঠিত হচ্ছে| আজকের বাংলা ভবিষ্যতে দেশ চালাবে৷” তিনি আরও জানান, “’শিক্ষার প্রসার ঘটছে বাংলায়৷ ৮ বছরে রাজ্যে ২৮টি বিশ্ববিদ্যালয় গড়া হয়েছে৷ কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গঠন করা হচ্ছে| আরও ১০টি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে৷”
পাশাপাশি তিনি এদিন জানান, বেলতলা গার্লস স্কুলের আধুনিকীকরণের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে| স্কুল কর্তৃপক্ষ যদি স্কুলকে সম্প্রসারণের জন্য জমি চান তাহলে তা দেওয়া হবে| বেলতলা স্কুলে আলাদা ইংরেজি বিভাগ হবে বলেও এদিন জানান তিনি|