ছোট্ট সিম্বা আসলে কে,কিং খান নাকি তার ছেলে!

< 1 - মিনিট |

প্রথম সংলাপেই আরিয়ান বলেছেন, ‘ম্যায় হুঁ সিম্বা, মুফাসা কা বেটা’

কে আর সি টাইমস ডেস্ক

কিছু দিন আগেই ‘দ্য লায়ন কিং’-এর একটি টিজারে শোনা গেছিলো কিং খান ওরফে শাহরুখ খানের কন্ঠস্বর | তবে,সেই কন্ঠস্বর ছিল ছোট্ট সিংহ ছানা সিম্বার বাবা মুস্তাফার চরিত্রে। আজ বৃহস্পতিবার মুক্তি পেল জন ফ্যাভরিউ পরিচালিত  ‘দ্য লায়ন কিং’-এর আরও একটি টিজার | আর সেখানেও শোনা গেলো অবিকল কিং খানের কন্ঠস্বর  তবে সেই কন্ঠস্বরের চরিত্র সিম্বা | আর সেই সিম্বার কন্ঠস্বর হল 
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের |’দ্য লায়ন কিং’-এর দ্বিতীয় টিজার মুক্তি পাওয়ার পর  কিং খান নিজেই টুইটারে ছবির টিজার টুইট করে লেখেন, ‘আমার সিম্বা’| প্রথম সংলাপেই আরিয়ান বলেছেন,  ‘ম্যায় হুঁ সিম্বা, মুফাসা কা বেটা’ | একবার শুনেই মনে হবে অবিকল কিং খানের গলা |এই ছবিতে সিম্বা ও মুফাসা এই দুই চরিত্র ছাড়া অন্যান্য চরিত্র ‘টিমন’-এর জন্য গলা দেবেন শ্রেয়স তলপড়ে, ‘পুম্বা’র জন্য গলা দেবেন সঞ্জয় মিশ্রা। সিম্বার মা ‘নালা’র কণ্ঠে শোনা যাবে নেহা গর্গভাকে। ‘জাজু’র চরিত্রে কণ্ঠ দেবেন আশ্রানি। খলনায়ক ‘স্কার’-এর চরিত্রের কণ্ঠের জন্য ভাবা হয়েছে আশিষ বিদ্যার্থীকে। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে ‘দ্য লায়ন কিং’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news