দার্জিলিং পুলিশের পক্ষ থেকে সোমবার পানিঘাটার বিভিন্ন স্থানে ডেঙ্গু সচেতনতা ও পরিস্কার অভিযান চালানো হয়েছে
দার্জিলিং পুলিশের পক্ষ থেকে সোমবার পানিঘাটার বিভিন্ন স্থানে ডেঙ্গু সচেতনতা ও পরিস্কার অভিযান চালানো হয়েছে। এদিন এই অভিযানে মিরিকের এসডিপিও অনুপম সিং, পানিঘাটা পুলিশ পোস্টের ইনচার্জ ওসি তপন দাস ও সিভিক পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু থেকে কিভাবে বাঁচা যায় তার একাধিক সমাধান দেন পানিঘাটা পুলিশ পোস্টের ইনচার্জ ওসি তপন দাস । তার সঙ্গে তিনি বলেন যে , ডেঙ্গু থেকে বাঁচতে মানুষকে সচেতন হতে হবে। তবেই ডেঙ্গুকে প্রতিরোধ করা যাবে। এদিন ডেঙ্গু নিয়ে সচেতন করতে পানিঘাটের বিভিন্ন স্থানে মিছিল করা হয়েছে দার্জিলিং পুলিশের পক্ষ থেকে। স্বাস্থ্য কেন্দ্র, বাজার এবং অন্যান্য স্থানও পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঔষধও ছড়ানো হয়েছে।