রীতিমত ফুঁসছে তিস্তা, লাল সতর্কতা

< 1 - মিনিট |

বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গে । লাগাতার বৃষ্টি। কখনও ভারী তো কখনও অতি ভারী বৃষ্টি । ইতিমধ্যেই আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ জুড়ে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

কে আর সি টাইমস ডেস্ক

দার্জিলিংয়ে ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়কে ফের ব্যাহত যান চলাচল । বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গে । লাগাতার বৃষ্টি। কখনও ভারী তো কখনও অতি ভারী বৃষ্টি । ইতিমধ্যেই আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ জুড়ে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ফলে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । লাগাতার বৃষ্টিপাতে রীতিমত ফুঁসছে তিস্তা । আর যার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে । সংরক্ষিত এলাকাগুলোতে হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে । একইসঙ্গে, জলঢাকা অসংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে । জানা গেছে, তিস্তা ব্যারেজ থেকে আজ শুক্রবার সকালে ৩৫৮৬.৯০ কিউসেক জল ছাড়ায় জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সেচ দফতর । তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় পরিস্থিতি জটিল হয়েছে । বৃষ্টির কারণে ব্যাহত এশিয়ান হাইওয়েজের কাজও ।দিন কয়েক আগে থেকেই ধসের কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জায়গা । সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলা । গতকাল ধ্বসের জেরে সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল । সেই বিপর্যয় কাটার আগেই আজ নতুন করে  ধস নামল গরুমাথান-লামচিগোলা রোডে । এর ফলে শিলিগুড়ির সঙ্গে আরও অনেক এলাকার সঙ্গে যোগাযাগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । প্রায় এক সপ্তাহ হতে চলল মুষলধারে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে । আর এই বৃষ্টির কারণেই বিভিন্ন এলাকায়  ধস নামছে বলে খবর । বৃহস্পতিবার সকালে বৃষ্টির কারণে ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়কে ধস নামে । এই ১০ নম্বর জাতীয় সড়ক ধরেই পশ্চিমবঙ্গ-সিকিমের মধ্যে যাতায়াত চলে । ধ্বস নামার ফলে দু’দিকেই এখন আটকে পড়েছেন বহু পর্যটক । যাঁরা সিকিমে গিয়েছেন, তাঁদের এখনই ফেরার কোনও পথ নেই । একইভাবে সিকিম যাওয়ার জন্যও দ্বার রুদ্ধ পর্যটকদের । পাশাপাশি ৩১ নম্বর জাতীয় সড়কেও নেমেছে  ধস। সেবক কালিবাড়ির কাছে একাধিক জায়গায় ধস নামার ফলে কালিম্পংয়ের সঙ্গেও শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হযে পড়ে । ডুয়ার্সের পর্যটকরাও সমস্যায় পড়েন । আজ, শুক্রবারও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয় । তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে আজ থেকে ডুয়ার্সে চালু হয়েছে ট্রেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news