‘ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল’ করবে রাজ্য সরকার

< 1 - মিনিট |

শুধুমাত্র ব্রিজের স্বাস্থ্য দেখভালের জন্য ‘ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল’ গঠন করা হবে । সেই সেলে বিভিন্ন পদের ২১ জন ইঞ্জনিয়র নিয়োগ করা হবে

কে আর সি টাইমস ডেস্ক

 শুধুমাত্র রাজ্যের ব্রিজ গুলো  দেখাভালের ‘ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল’ গঠন করতে চলেছে রাজ্য সরকার । ওই সেলের জন্যই ২১টি পদ তৈরি করল রাজ্য সরকার । শীঘ্রই এই সব পদে ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে বলে নবান্ন সুত্রে জানা গেছে ।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই চিন্তার ভাঁজ দেখা দেয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনিক কর্তাদের কপালে । এবার উল্টোডাঙা ওভারব্রিজে বিপজ্জনক ফাটল দেখা দেওয়ার পরে সেই চিন্তা আরও বেড়েছে । পূর্ত দফতরের এক আধিকারিক শুক্রবার জানান, এখন পূর্ত বিভাগের হাতে রয়েছে মোট ১৭৪৯টি সেতু । এর মধ্যে ৭৩৮টিই বেহাল । বিভিন্ন জেলায় ৯৫টির অবস্থা রীতিমতো বিপজ্জনক । সেগুলোর রক্ষণাবেক্ষণে এখনই উদ্যোগী না হলে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে । কিন্তু দফতরের হাতে পর্যাপ্ত ইঞ্জিনিয়র নেই । তাই যত দ্রুত সম্ভব নতুন ইঞ্জিনিয়র নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ইতিমধ্যেই এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র ব্রিজের স্বাস্থ্য দেখভালের জন্য ‘ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল’ গঠন করা হবে । সেই সেলে বিভিন্ন পদের ২১ জন ইঞ্জনিয়র নিয়োগ করা হবে । শুধুমাত্র পূর্ত দফতরের হাতে থাকা সেতুর মধ্যে ৯৫টিই বিপজ্জনক । মোট ৭৩৮টি সেতুর অবস্থাও খারাপ । এতদিন পূর্ত দফতরের ২১ জনের একটি টিম সেতু ও রাস্তাঘাটের স্বাস্থ্যে নজরদারীর কাজ করত । এখন শুধুমাত্র ব্রিজ গুলোর হাল দেখতেই ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে । রাজ্য সরকার সেজন্য ৪ জন সুপারিটেনডেন্ট ইঞ্জিনিয়ার, ৩ জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও ১৪ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে । পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়াটারের অধীনে কাজ করবে ওই সেল ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *