ট্রেন চলাচল চালু হল ডুয়ার্স রুটে, স্বস্তিতে যাত্রীরাও

< 1 - মিনিট |

ঘুরপথে শিলিগুড়ি থেকে এনজেপি, জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ারে পাঠানো হচ্ছিল ট্রেনগুলোকে । এরপর শুক্রবার সকাল থেকে একে একে ট্রেন চলাচল শুরু হয়

কে আর সি টাইমস ডেস্ক

 যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ পুনরায় ট্রেন চলাচল চালু হল ডুয়ার্স  রুটে। চব্বিশ ঘন্টা বিরতির পর পুনরায় ট্রেন চলাচল চালু হওয়ায় স্বস্তিতে যাত্রীরাও।ঘিস নদীর নবনির্মিত রেলওয়ে আন্ডারপাসের উইং ওয়াল  ভেসে বুধবার রাত থেকে এই রুট দিয়ে সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল উত্তর-পূর্ব সীমান্তের রেল কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করে গতকাল প্রথমে বীরপাড়া থেকে জামশেদপুরগামী ডলোমাইট বোঝাই মালগাড়িটি পরীক্ষামূলকভাবে চালিয়ে পরিস্থিতি  যাচাই করা হয়। এরপর শুক্রবার সকাল থেকে একে একে ট্রেন চলাচল শুরু হয়। তবে ক্ষতিগ্রস্ত আন্ডারপাসের জায়গায় ধীর গতিতে  পার করানো হচ্ছে ট্রেনগুলিকে। প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল । একদিকে যখন লিস নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে মালবাজার মহকুমার সাউগাঁও বস্তিতে । অন্যদিকে ঠিক সেইসময়ই ধসে বিধ্বস্ত হয় সড়ক যোগাযোগ । বৃষ্টির জেরে ব্যাহত হয় ডুয়ার্স রুটে ট্রেন চলাচলও । সাউগাঁও বস্তিতে বহু মানুষ জলবন্দি হয়ে পড়ে । ডুয়ার্সের ওদলাবাড়ির কাছে রেলের আন্ডারপাস জল জমায় ডুয়ার্স রুটের চলাচলও ব্যাহত হয় । ঘুরপথে শিলিগুড়ি থেকে এনজেপি, জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ারে পাঠানো হচ্ছিল ট্রেনগুলোকে । এরপর শুক্রবার সকাল থেকে একে একে ট্রেন চলাচল শুরু হয়। তবে ক্ষতিগ্রস্ত আন্ডারপাসের জায়গায় ধীর গতিতে  পার করানো হচ্ছে ট্রেনগুলিকে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news