প্রতারণার দায়ে অভিযুক্ত অভিনেত্রী সোনাক্ষী সিনহা, মামলা দায়ের একাধিক ধারায়

< 1 - মিনিট |

মাইক্রো ব্লগিং সাইট টুইটারকেই হাতিয়ার করে নিজের প্রতিক্রিয়ায় অভিযোগকারী অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে পাল্টা কুত্সা রটানোর অভিযোগ করলেন সোনাক্ষী

কে আর সি টাইমস ডেস্ক

 প্রতারণার দায়ে অভিযুক্ত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা! বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় দায়ের হল মামলা। উত্তর প্রদেশের কাটঘর পুলিশ স্টেশনে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে মঞ্চে অনুষ্ঠান করার জন্য ২৪ লক্ষ টাকা নিয়েছিলেন সোনাক্ষী সিনহা। কিন্তু, টাকা নিয়েও অনুষ্ঠানে যাননি জনপ্রিয় এই অভিনেত্রী। এই বিষয়ে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে কাটঘর পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার মুম্বইয়ে সোনাক্ষী সিনহার বাসভবনে যায় উত্তর প্রদেশ পুলিশের একটি দল। কিন্তু, সেই সময় বাড়িতে ছিলেন না সোনাক্ষী। 

এবার সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং। মাইক্রো ব্লগিং সাইট টুইটারকেই হাতিয়ার করে নিজের প্রতিক্রিয়ায় অভিযোগকারী অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে পাল্টা কুত্সা রটানোর অভিযোগ করলেন সোনাক্ষী। 

নিজের ‘বেবি বেদি’ নামক টুইটার হ্যান্ডেল থেকে সোনাক্ষী সিনহা টুইট করে জানান, “একটি অনুষ্ঠানের আয়োজক, যিনি নিজের প্রতিশ্রুতি রাখতে পারেন না, তিনি সম্ভবত আমার কাচের মতো স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করে দ্রুত অর্থ উপার্জন করতে পারেন। তদন্তের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আমার সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। এমন একজন নির্লজ্জ্ব মানুষের অনৈতিক অভিযোগগুলি প্রচার না করার জন্য মিডিয়াকে অনুরোধ করছি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news