মহানগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা কমছে না বরং দিন আরও বেড়েই চলেছে| ফের অগ্নিকাণ্ড তিলোত্তমায়
মহানগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা কমছে না বরং দিন আরও বেড়েই চলেছে| ফের অগ্নিকাণ্ড তিলোত্তমায়| এবার ভয়াবহ আগুন লাগল দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার অন্তর্গত যদুবাবুর বাজারে| শনিবার সকালে যদুবাবুর বাজারে অবস্থিত একটি ভুজিয়ার দোকান ও গুদামে আগুন লাগে| প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা ভুজিয়ার দোকানের ভিতর থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন| আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি গুদামেও| প্রাথমিক পর্যায়ে স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করেন| এরপর স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় দমকল ও ভবানীপুর থানায়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট চারটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| তবে, আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে দোকরানটি| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে|
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকালে যদুবাবুর বাজারে অবস্থিত একটি ভুজিয়ার দোকান ও গুদামে আগুন লাগে| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় দমকলে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট চারটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন| দমকল কর্মীরা জানিয়েছেন, দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও, তা কাজ করেনি| আগুন লাগার সময় দোকানের ভিতরে কেউ ছিলেন না, তা হতাহতের কোনও খবর নেই| কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|