দিন-রাত এক করে মোট ২৭,৩৮০ জন পুলিশকর্মী দেশের বিভিন্ন প্রান্তে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি চলছে নেপালের মোট ২৫টি জেলায়। তার মধ্যে ২২টি জেলার পরিস্থিতি খুবই খারাপ
মৃত্যু-মিছিল অব্যাহত। গত কয়েকদিন মুষলধারে বৃষ্টির জেরে হরপা বান এবং ধস কবলিত নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫। আহতের সংখ্যা ৩৮ ছাড়িয়েছে। নিখোঁজ ৩০-এরও বেশি। প্রশাসন সূত্রে খবর, বন্যা কবলিত ২২টি জেলা থেকে কমপক্ষে ১,১৪৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কাঠমান্ডু থেকেই উদ্ধার হয়েছে ১৮৫। দিন-রাত এক করে মোট ২৭,৩৮০ জন পুলিশকর্মী দেশের বিভিন্ন প্রান্তে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি চলছে নেপালের মোট ২৫টি জেলায়। তার মধ্যে ২২টি জেলার পরিস্থিতি খুবই খারাপ। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং বেশ কয়েকটি ব্রিজ। বিভিন্ন এলাকায় ডুবে গিয়েছে ঘরবাড়ি। নেপালের অভ্যন্তরীণ মন্ত্রক-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মুষলধারে বৃষ্টির জেরে বন্যা এবং ধস কবলিত নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫। আহতের সংখ্যা ৩৮ ছাড়িয়েছে। নিখোঁজ ৩০-এরও বেশি। এমতাবস্থায় আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি সম্পূর্ণ বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বাগমতী, কমলা এবং কোশী নদী এবং বেশ কয়েকটি শাখা-নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে।