এ নিয়ে অসমে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানান, জোরহাট, বরপেতা এবং ধুবড়িতে ৪ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর
বন্যায় বিপর্যস্ত উত্তর-পূর্বের রাজ্য অসম। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা। গৃহহীন বহু মানুষ। একটানা প্রবল ভারী বর্ষণের জেরে ফুঁসছে ব্রহ্মপুত্র নদ। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২৫টি জেলাই বর্তমানে বন্যা কবলিত। প্লাবিত হয়ে গিয়েছে প্রচুর গ্রাম। আশ্রয়হীন লক্ষাধিক মানুষ। পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে বাড়ছে বৃষ্টি। ।
বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতিতে ঘরছাড়া হয়েছেন রাজ্যের বহু মানুষ। খোঁজ মিলছে না অনেকেরই। পরিস্থিতি সামাল দিতে জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছে সেনা এবং আধাসেনাও। অনিয়মিত বৃষ্টিতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসমের গোলাঘাট জেলাতেও। সরকারি পরিসংখ্যান অনুসারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজে গতি এনেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ভারী বৃষ্টির ফলে ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। রবিবার আরও চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ নিয়ে অসমে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানান, জোরহাট, বরপেতা এবং ধুবড়িতে ৪ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার প্রভাবে ব্রহ্মপুত্রের জলস্তর আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে।