কৃষকদের আয় দ্বিগুণ শুধুমাত্র ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের উপর নির্ভরশীল নয় কেন্দ্র : ধর্মেন্দ্র প্রধান

< 1 - মিনিট |

কিছু মানুষ হয়তো বিশ্বাস করে ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমেই কৃষকদের সাহা্য্য করা যায়। কিন্তু এমন ধারণায় সন্তুষ্ট নয় সরকার। কৃষকদের আয় দীর্ঘমেয়াদি ভাবে দ্বিগুণ করতে কৃষি কাজে ইথানোলের ব্যবহার ও উৎপাদনের উপরেও সমান ভাবে গুরুত্ব দিয়েছে মোদী সরকার

কে আর সি টাইমস ডেস্ক

কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য শুধুমাত্র ফসল ন্যূনতম সহায়ক মূল্যের উপর নির্ভরশীল নয় কেন্দ্রীয় সরকার। সোমবার লোকসভা দাঁড়িয়ে এমনই দাবি করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।  
এদিন লোকসভার জিরো আওয়ারে ধর্মেন্দ্র প্রধান বলেন, কিছু মানুষ হয়তো বিশ্বাস করে ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমেই কৃষকদের সাহা্য্য করা যায়। কিন্তু এমন ধারণায় সন্তুষ্ট নয় সরকার। কৃষকদের আয় দীর্ঘমেয়াদি ভাবে দ্বিগুণ করতে কৃষি কাজে ইথানোলের ব্যবহার  ও উৎপাদনের উপরেও সমান ভাবে গুরুত্ব দিয়েছে মোদী সরকার। ২০১৪ সাল থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালে আগে পর্যন্ত গোটা দেশে ইথানোলের উৎপাদন কেবল মাত্র এক শতাংশ ছিল। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ছয় শতাংশে। কৃষকরা যাতে পচে যাওয়া আলু, পচে যাওয়া গম এবং অন্যান্য জৈব পদার্থ দিয়ে ইথানোল উৎপাদন করতে পারে সে জন্য তাদের উৎসাহ দেওয়া হয়েছে কেন্দ্রে তরফ থেকে। পাশাপাশি এর ফলে ফড়েরা অসুবিধায় পড়বে, তার উপর আলোকপাত করে ধর্মেন্দ্র প্রধান বলেন, ইথানোল থেকে উৎসাহ দেওয়ার নীতি গ্রহণের ফলে যে সকল ফড়েরা ইথানোল আমদানি করতে চেয়েছিল তারা অসুবিধায় পড়বে। উল্লেখ করা যেতে পারে ১২ জুলাই এক আলোচনা সভায় ইথানোলের ব্যবহারের পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বলেছিলেন, ইথানোল পাম্প গড়ে তোলার জন্য পেট্রোলিয়াম মন্ত্রককে সাহা্য্য করবে তাঁর মন্ত্রক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news