যান্ত্রিক গোলযোগ, অসমে জরুরি অবতরণ বায়ুসেনার কপ্টার

< 1 - মিনিট |

বুধবার যান্ত্রিক গোলযোগ টের পেয়ে ভারতীয় বায়ুসেনার একটি কপ্টারকে নগাঁও জেলার একটি মাঠে জরুরি অবতরণ করিয়েছেন পাইলট।

কে আর সি টাইমস ডেস্ক

যান্ত্রিক গোলযোগ টের পেয়ে ভারতীয় বায়ুসেনার একটি কপ্টার নগাঁও জেলার আমসৈ এলাকার একটি মাঠে জরুরি অবতরণ করিয়েছেন পাইলট বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে । জরুরি অবতরণের ফলে পাইলট-সহ তিন ক্রু সম্পূর্ণ সুরক্ষিত বলে জানা গেছে।

ইতিমধ্যে তেজপুর থেকে বায়ুসেনার কয়েকজন ইঞ্জিনিয়র অন্য এক হেলিকপ্টারে উড়ে ঘটনাস্থলে গিয়ে বিকল কপ্টারকে সারিয়ে তুলতে লেগে গিয়েছেন। পাইলটের বিচক্ষণতায় তিন যাত্রী পুনর্জীবন পেয়েছেন বলে জানিয়েছেন বায়ুসেনার জনৈক পদস্থ আধিকারিক। ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়ে তেজপুরের একদল পুলিশ অফিসারও গিয়েছেন।

জানা গিয়েছে, ডিমাপুরের রাঙাপাড়া থেকে তিন সেনা অফিসার নিয়ে হেলিকপ্টারটি উড়েছিল ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news