দহণজ্বালা অব্যহত তিলৎতমায়, আপাতত বজায় থাকবে রোদের তেজ

< 1 - মিনিট |

শহর জুড়ে ফিরে এসেছে শরীর জ্বালিয়ে দেওয়া চড়া রোদ| আগামী ৭২ ঘন্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী ই থাকবে

কে আর সি টাইমস ডেস্ক

শহর জুড়ে ফিরে এসেছে শরীর জ্বালিয়ে দেওয়া চড়া রোদ|  আগামী ৭২ ঘন্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী ই থাকবে, আরও কিছুটা বাড়বে তা বলাই যেতে পারে| কলকাতা ছাড়াও গরমের দাপট বাড়বে বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জেলায়| আগামী তিনদিন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৭-৩৯ ডিগ্রির মধ্যে| পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে|

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন রাজ্যে বাড়বে গরম| আগামী ৭২ ঘন্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই| আগামী দু’দিন আরও বাড়বে তাপমাত্রা| বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি| দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে| পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা| আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, হাওয়ার অভিমুখ স্বাভাবিক হওয়ার আগে কালবৈশাখীর দেখা পাওয়া যাবে না|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news