গঙ্গোত্রেী, যমুনোত্রী এবং কেদারনাথ মন্দিরের পর এবার পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দিরের দরজা|
গঙ্গোত্রেী, যমুনোত্রী এবং কেদারনাথ মন্দিরের পর এবার বদ্রীনাথ মন্দির| পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দিরের দরজা| বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজাচর্নার পর শুক্রবার ভোর ৪.১৫ মিনিট নাগাদ পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা| এদিন ভোরে বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার ভক্তদের জন্য উন্মুক্ত হওয়ার সময় প্রায় ১০ হাজার পুন্যার্থী উপস্থিত ছিলেন|
শুক্রবার ভোররাত ৩.৩৫ মিনিট নাগাদ প্রধান পুরোহিত রাবল ইশ্বরী প্রসাদ নম্বুদরীর নির্দেশে বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার পুজো করা হয়| এরপর ৩.৪৫ মিনিট থেকে ৪.১৫ মিনিট পর্যন্ত বিশেষ পূজার্চনার পর বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়| এর আগে ২০১৮ সালের ২০ নভেম্বর ৬ মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার|