৯০ শতাংশ এলাকাই বন্যার জলে ভাসছে কাজিরাঙার। কিছু কিছু জীবজন্তু উদ্যানের নবনির্মিত হাইল্যান্ডে আশ্ৰয় নিলেও বহু হাতি, হরিণ ইত্যাদি পশুসম্পদ সংলগ্ন ৩৭ নম্বর জাতীয় সড়কে এসে আশ্রয় নিতে বাধ্য় হয়েছে
জলমগ্ন কাজিরাঙার বিকল্প আশ্রয়ের সন্ধানে প্রাণিকুল
< 1 - মিনিট | ১৬ জুলা ২০১৯
কে আর সি টাইমস ডেস্ক