বুধবার রাত ১ টা বেজে ৩১ মিনিটে গ্রহণ শুরু হবে, রাত তিনটে নাগাদ চাঁদকে সবচেয়ে বেশি অন্ধকারাচ্ছন্ন লাগবে
মহাজাগতিক উৎসুকদের বড় সুযোগ আংশিক চন্দ্রগ্রহণ প্রতক্ষ্য করার আজ মঙ্গলবার গভীর রাতে তিনঘন্টার আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারবেন গোটা দেশবাসী| এদিন চাঁদ, সূর্য ও পৃথিবী একই রেখায় অবস্থান করবে। ফলে কিছু সময়ের জন্য চাঁদ আংশিক বা পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে।
কলকাতার এম পি বিড়লা প্ল্যানেটেরিয়ামের গবেষণা ও শিক্ষা অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, “বুধবার রাত ১ টা বেজে ৩১ মিনিটে গ্রহণ শুরু হবে, রাত তিনটে নাগাদ চাঁদকে সবচেয়ে বেশি অন্ধকারাচ্ছন্ন লাগবে”। পাশাপাশি তাঁর পরামর্শ, “মহাজাগতিক বিষয়ে উৎসাহীদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়, কারণ ২০২১ সালের আগে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার কোন সুযোগ নেই”|
এই চন্দ্রগ্রহণ দেশের সব স্থান থেকেই দেখা যাবে। এর পাশাপাশি দক্ষিণ আমেরিকার কিছু দেশ, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়াতেও দেখা যাবে গ্রহণ। বুধবার ভোর ৪টে বেজে ২৯ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। দেবীপ্রসাদবাবু আরও জানান, দেশবাসী আবার ২০২১ সালের ২৬ শে মে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পারবেন।