বন্যায় বিপর্যস্ত অসমের এই দুৰ্যোগের সময় বিশাল গুপ্তা নামের জনৈক নৌ-সেনা আধিকারিক তাঁর ফেসবুকের মাধ্যমে অসমকে সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর কয়েকজন সতীৰ্থের সঙ্গে একটি ভিডিও তৈরি করে বন্যা বিধ্বস্ত অসমকে সহায়তার আহ্বান জানান তিনি
তেত্রিশ জেলার অসম। বন্যার জলে ভাসছে ৩২ জেলা, চতু্র্দিকে বন্যার তাণ্ডব। খাদ্য, বাসস্থানের সংকট, হাহাকার করছেন বন্যাদুর্গতরা। কেন্দ্ৰীয় জলশক্তি মন্ত্ৰী গজেন্দ্ৰসিং শেখাওয়াত মঙ্গলবার অসমে এসে ভয়ংকর পরিস্থিতি সরেজমিনে পরিদৰ্শন করে গেছেন। এর পর কেন্দ্ৰীয় সরকার অসমের বন্যার্তদের ত্রাণ ও সাহায্যের জন্য রিলিজ করেছে ২৫১ কোটি টাকা। বিভিন্ন সংস্থা-সংগঠন-প্রতিষ্ঠানও রাজ্যের বন্যার্তদের সহায়তার জন্য যার যার সামর্থ অনুযায়ী সহায়তার হাত বাড়িয়েছে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের আহ্বানে বন্যাক্ৰান্ত মানুষজনকে সহায়তার জন্য অনেকেই এগিয়ে এসেছেন।এরই মধ্যে বন্যায় বিপর্যস্ত অসমের এই দুৰ্যোগের সময় বিশাল গুপ্তা নামের জনৈক নৌ-সেনা আধিকারিক তাঁর ফেসবুকের মাধ্যমে অসমকে সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর কয়েকজন সতীৰ্থের সঙ্গে একটি ভিডিও তৈরি করে বন্যা বিধ্বস্ত অসমকে সহায়তার আহ্বান জানান বিশাল গুপ্তা।
ভিডিওয় প্ৰত্যেক আধিকারিক নিজের নাম ও ঠিকানার সঙ্গে বলছেন, ‘অসমের সঙ্গে আমরা আছি’।সোশাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করে নৌ–সেনা অফিসাররা তার ক্যাপশনে লিখিছেন, ‘অসমের বন্যাপীড়িতদের সাহায্য প্রদান করুন সবাই। প্ৰায় ৪৩ লক্ষ মানুষ বন্যায় আক্ৰান্ত হয়েছেন। তাঁদের আমাদের সহায়তার প্ৰয়োজন। অসমের জনসাধারণকে এ মূহূর্তে একা অনুভব করতে দেওয়া যায় না। অসম একা নয়।এছাড়া দান–চাঁদার জন্য মুখ্যমন্ত্ৰীর ত্রাণ তহবিলের লিংকও শেয়ার করেছেন বিশাল গুপ্তা ও তাঁর সহকর্মীরা। ভিডিওটির শেষে একটি কাগজে তাঁরা লিখেছেন, ‘আমরা অসমের সঙ্গে আছি’ ইংরেজিতে লিখে সহায়তা করবেন। প্রসঙ্গত, বুধবার থেকে ব্ৰহ্মপুত্ৰের জলস্তর ধীরে ধীরে কমলেও অসমে বন্যা পরিস্থিতি অপরিবৰ্তিত।