উত্তর পূর্ব ভারতের লোকতাক

< 1 - মিনিট |

লোকতাক, উত্তরপূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। মণিপুরের স্বর্গ এই লোকতাক হ্রদ। সঞ্চিতা বসু ক্যামেরায় বন্দি করেছেন মণিপুরের স্বর্গ লোকতাকের সেই সৌন্দর্যকে

কে আর সি টাইমস ডেস্ক

লোকতাক, উত্তরপূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। মণিপুরের স্বর্গ এই লোকতাক হ্রদ। এখানে সেন্দ্রা, ইথিং এবং থাঙ্গা নামে তিনটি দ্বীপ রয়েছে। আরও রয়েছে বেশকিছু ভাসমান দ্বীপ।চড়াই উৎরাই ঘেরা মণিপুরের প্রান্তে এত সুন্দর নয়নাভিরাম লেকটি পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। অসাধারণ সুন্দরী  “লোকতাকের” রূপের বর্ণনা করা প্রায় অসম্ভব। তাকে স্বচক্ষে দেখতে হয়, অনুভব করতে হয় তার সৌন্দর্য। সেই অতুলনীয়া “লোকতাক ” ডুবন্ত সূর্যের আলোয় স্বমহিমায় আমার লেন্সে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *