চতুর্থ দফায় বঙ্গের আটটি আসনে শুরু হল ভোটগ্রহন, ভাগ্য নির্ধারন হবে বাবুল-আহলুওয়ালি-অধীর-শতাব্দীর

2 - মিনিট |

পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসনের সংখ্যা হল ৪২| ইতিমধ্যেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় বঙ্গের ১০টি সংসদীয় আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসনের সংখ্যা হল ৪২| ইতিমধ্যেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় বঙ্গের ১০টি সংসদীয় আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে| তৃতীয় দফার ভোটের দিনই রাজনৈতিক হিংসার বলি হয়েছেন একজন কংগ্রেস কর্মী| উত্তেজনা আবহের মধ্যেই সোমবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গের আটটি আসনে শুরু হল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ| ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে| চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম, এই আটটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে| চতুর্থ দফায় বঙ্গের মোট আটটি আসনে হেভিওয়েট প্রার্থীরা হলেন-বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, বর্ধমান-দুর্গাপুর সংসদীয় আসনের প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া, আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এবং বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়|
বহরমপুর লোকসভা কেন্দ্র : বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হলেন এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন অপূর্ব সরকার, বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য্য| বামফ্রন্ট এই আসনে প্রার্থী ঘোষণা করেনি|
কৃষ্ণনগর : কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন মহুয়া মিত্র, বিজেপি প্রার্থী হলেন কল্যাণ চৌবে, কংগ্রেস প্রার্থী ইন্তাজ আলি শাহ এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী হলেন ড. শান্তনু ঝা|
রানাঘাট : রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন রূপালি বিশ্বাস, বিজেপি প্রার্থী মুকুত মণি অধিকারী এবং কংগ্রেস প্রার্থী হলেন মিনতী বিশ্বাস|
বর্ধমান পূর্ব : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন সুনীল কুমার মণ্ডল, বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস, কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ মজুমদার এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী ঈশ্বর চন্দ্র দাস|
বর্ধমান-দুর্গাপুর : এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন মমতাজ সঙ্ঘমিতা, বিজেপি প্রার্থীর নাম সুরিন্দর সিং আহলুওয়ালিয়া, কংগ্রেস প্রার্থী রণজিত্ মুখোপাধ্যায় এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী আভাস রায়চৌধুরী|
আসানসোল : আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতি দেব বর্মা (মুনমুন সেন), কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডল এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়|
বোলপুর : বোলপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী হলেন অসিত কুমার মাল, বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস, কংগ্রেস প্রার্থী অভিজিত্ সাহা এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রামচন্দ্র ডোম|
বীরভূম : বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন শতাব্দী রায়, বিজেপি প্রার্থী হলেন দুধ কুমার মণ্ডল, কংগ্রেস প্রার্থী ইমাম হুসেন এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজাউল করিম|
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এরপর আগামী ৬ মে পঞ্চম দফার ভোট হবে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ এবং হুগলি-এই সাতটি কেন্দ্রে| ১২ মে ষষ্ঠ দফায় ৮টি আসনে ভোটগ্রহণ| তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর- এই কেন্দ্রগুলিতে| সপ্তম তথা শেষ দফার নির্বাচন ১৯ মে| এই দফায় নির্বাচন হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং ডায়মন্ডহারবার- এই ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ| লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ২৩ মে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news