ঐতিহ্যবাহী তীর্থযাত্রার এই দলে ১৭৫টি গাড়ির কনভয়ে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা। মোট ৯৫৫ জন মহিলা এবং ১৪৪ জন সাধু রয়েছেন এই দলে
অমরনাথ যাত্রার ২১তম দিনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ৪০৯৪ জন তীর্থযাত্রী। জম্মুর ভগবতীনগর বেসক্যাম্পে প্রচলিত পুজো সেরে বালতাল এবং পহেলগামের বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। ঐতিহ্যবাহী তীর্থযাত্রার এই দলে ১৭৫টি গাড়ির কনভয়ে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা। মোট ৯৫৫ জন মহিলা এবং ১৪৪ জন সাধু রয়েছেন এই দলে। এই নিয়ে এদিন বিকেল পর্যন্ত প্রায় আড়াই লক্ষের রেকর্ড স্পর্শ করল এবারের অমরনাথ যাত্রা।
বাইক সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কনভয়ে বাস ও গাড়িতে রওনা দিয়েছে এই দলটি। ভগবতীনগর বেসক্যাম্প থেকে ৩৬ কিলোমিটার (কিমি) দূরে পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২৪০৮ জন যাত্রী যাঁদের মধ্যে ৩৮৯ জন মহিলা, ৯টি শিশু এবং ১৪৪ জন সাধু রয়েছেন। অন্যদিকে, বালতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ১৬৮৬ জন যাত্রী যাঁদের মধ্যে ৫৬৬ জন মহিলা এবং ১১ জন শিশুও রয়েছেন। দক্ষিণ কাশ্মীর হিমালয়ের ৩৮৮০ মিটার উঁচুতে অমরনাথ গুহা। প্রতিবছরই হাজার হাজার পূণ্যার্থী এই অমরনাথ যাত্রা করেন। মূলত দুটি প্রধান পথে বালতাল এবং পহেলগামের রাস্তা ধরেই এই তীর্থের যাত্রাপথ। এই পথে জঙ্গিদের নাশকতার ঝুঁকি এড়াতে যাত্রাপথে টহল দিচ্ছে সিআরপিএফ। আগামী ১৫ আগস্ট রাখী বন্ধন উৎসবের সঙ্গে শেষ হবে ৪৬ দিনের এই বার্ষিক পবিত্র তীর্থযাত্রা। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৪০,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর রাজ্য পুলিশও রয়েছে। ইতিমধ্যে, এ বছরের তীর্থযাত্রী সংখ্যা সোমবারই ১ লক্ষ ছাড়িয়েছে।