প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত, শোকের ছায়া রাজনৈতিক মহলে

< 1 - মিনিট |

দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত । ১৯৯৮-২০১৩ পর্যন্ত টানা ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরে তাঁকে হারিয়ে দিল্লিতে সরকার গড়ে রাজধানীর মন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল

কে আর সি টাইমস ডেস্ক

প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এসকর্ট হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিকেল ৩ টে ১৫ নাগাদ তিনি হৃদরোগ আক্রান্ত হন্। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। বিকেল ৩ টে ৫৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীণ এই কংগ্রেস নেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে দেশের রাজনৈতিক মহলে।
দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত । ১৯৯৮-২০১৩ পর্যন্ত টানা ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরে তাঁকে হারিয়ে দিল্লিতে সরকার গড়ে রাজধানীর মন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে দিল্লি কংগ্রেসের প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।  এছাড়া  কেরলের রাজ্যপাল ছিলেন তিনি।গত বছর ফ্রান্সে নিয়ে গিয়ে তাঁর হার্টে অস্ত্রোপচার করানো হয়। তার আগে ২০১২ সালেও তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। পাশাপাশি সংক্রমণের শিকার হয়ে চিকিৎসকের দ্বারস্থ হতে হয়েছে একাধিকবার। তবে গত কয়েক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি ।  সম্প্রতি  শারিরীক অসুস্থাজনিত কারনে তাঁকে ভরতি করা হয় দিল্লির ফর্টিস এসকর্ট হার্ট ইনস্টিউটে। এদিন সেখানেই তাঁর জীবনাবসান হয়। দীর্ঘদিন রাজনৈতিক জগতে থাকা এই নেত্রীকে হারানোয় নেমেছে শোকের ছায়া। শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ট্যুইটার জুড়ে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সহ বহু নেতা-নেত্রী। কংগ্রেস শোকবার্তায় লিখেছে, ‘আজীবন কংগ্রেস নেত্রী তিনি, দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী। দিল্লিকে কার্যত বদলে দিয়েছিলেন তিনি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news