ট্রেনের জন্য স্টেশনে একঘেয়ে অপেক্ষা আর নয়

< 1 - মিনিট |

অপেক্ষারত যাত্রীদের বিরক্তি দূর করতে নতুন অ্যাপ আনছে ভারতীয় রেলওয়ে

কে আর সি টাইমস ডেস্ক

বেসরকারি হাতে ভারতীয় রেলওয়েকে তুলে দেওয়ার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যর বিষয়েও নতুন ভাবে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে রেল মন্ত্রক। এবার রেলওয়ে স্টেশনে বসে নির্ধারিত ট্রেনের জন্য অপক্ষা করার একঘেয়েমি থেকে যাত্রীদের মুক্ত করার জন্য শীঘ্রই পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে। বিভিন্ন কারণে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন ধরার জন্য অপেক্ষা, আর সেটা যে কতটা বিরক্তি উৎপন্ন করে, সেই অভিজ্ঞতা ভালোমেতাই রয়েছে এ দেশের বেশির ভাগ নাগরিকের। যাত্রীদের এই বিরক্তি দূর করতে খুব তাড়াতাড়িই একটি বিশেষ অ্যাপ আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। এই অ্যাপের মাধ্যমে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে নানা রকমের খবরাখবর এবং প্রোগ্রাম দেখে সময় কাটাতে পারবেন যাত্রীরা।

ভারতীয় রেলওয়ে সূত্রের খবর, অ্যাপটি ডাউনলোড করার জন্য কোনও খরচ করতে হবে না যাত্রীদের। বিনামূল্যের এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে নানা সিরিয়াল, সিনেমা, গান, ভক্তিমূলক অনুষ্ঠান, ডিবেট শো, শিক্ষামূলক অনুষ্ঠান ছাড়াও অন্যান্য বিষয়।

তবে এই অ্যাপ কোনও স্টেশনে কেবলমাত্র ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থাতেই স্টেশনের ওয়াই-ফাইয়ের আওতায় বিনামূল্যে কাজ করবে। আপাতত দেশের ১৬০০টি স্টেশনে শুরু হতে চলেছে এই অ্যাপ পরিষেবা। পরে তার আওতায় আনা হবে৪৭০০টি স্টেশন। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকেই এই পরিষেবা পাবেন যাত্রীরা।

পাশাপশিজানা গিয়েছে, এই অ্যাপে যে বিজ্ঞাপন ঢুকবে, তা থেক রেল কর্তৃপক্ষর ভাল আয় করার সম্ভাবনাওরয়েছে। এই প্রকল্প চালু করার জন্য ‘রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড’ সংস্থার সঙ্গে চুক্তি করেছে রেল বোর্ড। এর আগে অবশ্য জোন ভিত্তিক আলাদা আলাদা ভাবে কাজটি করার দায়িত্ব নিয়েছিল রেল। কিন্তু তখন তা কার্যকরী না হওয়ায় এবাররেলটেলকে বরাত দেওয়া হয়েছে।

রেলওয়ে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, জোনাল রেলওয়ে এই কাজটা করে উঠতে পারেনি চাহিদা অনুযায়ী। কারণ সব স্টেশনে প্রয়োজনীয় নেট-কানেকশন পৌঁছনো যায়নি।

এদিকে, প্রকল্পটি হাতে পাওয়ার পরে রেলটেল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পুণীত চাওলা বলেন, ‘সবে এই কাজটি করার দায়িত্ব পেয়েছি আমরা। আর তারপরেই রেলওয়ে বোর্ডের নির্দেশে কাগজ-পত্র প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news