এমপি-মন্ত্রীরা কে কোথায়?

2 - মিনিট |

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেও কারো অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তারা সবাই গা ঢাকা দিয়েছেন।

সমীরণ রায়

বাংলাদেশ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পরে দেশ ছেড়ে পালিয়ে যান সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তবে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর আর কোনো মন্ত্রী-এমপিরা কে কোথায় অবস্থান করছেন তার খোঁজ পাওয়া যায়নি।

এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেও কারো অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তারা সবাই গা ঢাকা দিয়েছেন। তবে তাদের অনেক ঘনিষ্টজনরা বলছেন, তারা নিরাপাদ স্থানে অস্থান করছেন। এমনকি অনেকের ফোনও বন্ধ পাওয়া গেছে।

সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। তবে, তার সঙ্গে কোনো মন্ত্রী কিংবা এমপি ছিল না। পরে প্রধানমন্ত্রী পদত্যাগ করায় অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই তার সরকারি বাসভবন গণভবণে প্রবেশ করে উল্লাস করছেন সাধারণ ছাত্রজনতা।

এরমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদেরও ফোনে খুঁজে পাওয়া যায়নি। তার উপদেষ্টাদের মধ্যে মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ড. কামাল আবদুল নাসের চৌধুরী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা, সজীব আহমেদ ওয়াজেদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন।

খোঁজ পাওয়া যাচ্ছে না মন্ত্রিপরষিদ দস্যদেরও। তাদের ব্যক্তিগত ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে। আবার তাদের ঘনিষ্টজনদের ফোন নম্বর খোলা পাওয়া গেলেও তারা রিসিভ করেননি। এরমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় আগুন দিয়েছে হামলা কারিরা। তখন তিনি বাসায় ছিলেন না। তবে তিনি কোথায় অবস্থান করছেন কেউ বলতে পারছেন না।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ,

শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী বেগম শামসুর নাহার।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীমোঃ শফিকুর রহমান চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্র কুজেন্দ্র লাল ত্রিপুরা,

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। তাদের কারোরই খোঁজ পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news