ডাম্পিং গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন কিছু সচেতন নাগরিক
শিলচর : আজ বিশ্ব পরিবেশ দিবস। সর্বত্র গাছ লাগানো সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল লক্ষীপুরে। ডাম্পিং গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন কিছু সচেতন নাগরিক। জাতীয় সড়কে রাস্তার পাশে আবর্জনা ফেলা হচ্ছে যার ফলে বহু এলাকা দূষিত হয়ে গেছে।
তাই বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর মত কর্মসূচি বাদ দিয়ে তারা প্রতিবাদের শামিল হয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস এভাবেই তারা পালন করছেন। বর্তমান প্রেক্ষাপটে এটা একটু ব্যতিক্রমী প্রতিবাদ বলা যায়। বরং তারা এটাকে প্রতিবাদ না বলে বলতে চাইছেন এটা হল পরিবেশ দিবস পালন। যারা শহরের আবর্জনা কে সুন্দর প্রাকৃতিক পরিবেশের এনে ফেলেন তারাই এবার পরিবেশ দিবস পালন করছেন এটা কেমন যেন বেমানান।
প্রতিবাদ হিসাবে এই অভিভাবক পন্থাকে বেছে নিয়েছেন এই নাগরিকরা। অনেক সময় প্রতিবাদের মাধ্যমেও দিবস পালন করা যায় এটা তারা বুঝিয়ে দিলেন। লোক দেখানো কিছু কর্মসূচি আসলে যে কোন কাজে আসে না সেটা সবাই জানেন। তাই এই অভিনব প্রতিবাদ পন্থার মাধ্যমে তারা একটা নতুন আন্দোলনের দিশা নির্দেশ করলেন। যার মাধ্যমে প্রশাসন বর্ষ সরকারের উপর চাপ সৃষ্টি করে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে। এতে পরিবেশ দিবস সম্বন্ধে যে সচেতন তার প্রয়োজন সেটা আরও বেশি করে অনুভূত হবে।