মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের বাঙ্গালীদের বাংলাভাষী অসমীয়া হিসাবে পরিচয় দিতে আহ্বান জানিয়েছেন
শিলচর : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের বাঙ্গালীদের বাংলাভাষী অসমীয়া হিসাবে পরিচয় দিতে আহ্বান জানিয়েছেন। সঙ্গে তিনি এটাও বলেছেন বাঙ্গালীদের জন্য পৃথক কিছু দাবি করলে সেটা দুই সম্প্রদায়ের মধ্যে ব্যবধান তৈরি করে। মুখ্যমন্ত্রীএকজন পন্ডিত ব্যক্তি। তিনি হয়তো অনেক কিছু গবেষণা করার পর এ ধরনের উক্তি করেছেন।
কিন্তু সোনার যেমন পাথর বাটি হয় না ঠিক তেমনি বাংলাভাষী অসমীয়া হয় না। হিন্দি বাসি তামিল কি হবে। হবে না। একটা ভাষার নিজস্ব একটা নাম থাকে। অন্য কিছু জুড়ে দেওয়া যায় না। বাঙালিরা এমনিতেই নিজের ভৌগোলিকভাবে অসমীয়া ভাবতে অভ্যস্ত। বৃহত্তর অসমের ভূখণ্ডে যারাই আছেন তারা সেই অর্থে সবাই অসমীয়া। এতে তো কারো দ্বিমত থাকার কোনো কারণ নেই।
তাহলে কেন বারবার বাঙ্গালীদের বাংলাভাষী অসমীয়া হিসেবে পরিচয় দেওয়ার আহবান জানান হয়। কেন বারবারই বাঙ্গালীদের এভাবে পরীক্ষায় বসতে হয়। অসমীয়াত্বের পরীক্ষা বাঙালি কতবার দেবে? আসলে বাঙালি জাতি অসমে একটা অপাংতেয় জাতি হিসেবে পরিণত হয়েছে। রাজনৈতিকভাবে এদের কোন মূল্যই নেই।তাই বাঙ্গালীদের সমস্যা নিয়ে কেউ ভাবে না। তবুও মুখ্যমন্ত্রী বলেছেন এন আর সি নাগরিকত্ব আইন এসব বিষয়ে তারা দেখবেন। এতেই বাঙালিরা আশ্বস্ত থাকতে পারেন।