শিলচর | আন্দোলনমুখী মানসিকতার অভাব

< 1 - মিনিট |

কিন্তু বরাকের মানুষ এতটাই নির্লিপ্ত,প্রতিবাদ টুকু পর্যন্ত করার সাহস করতে পারচান না

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাক দুটি আসন কমে গেল। কিন্তু বিষয়টাকে যেন অনেকে গুরুত্ব দিতে চাইছেন না। ঠিক যেভাবে ৪৭ হাজার চাকরির মধ্যে বরাকের ছেলেমেয়েরা মাত্র খুব বেশি হলে ৫০০ চাকরি পেয়েছে তারপরও মানুষের কোন প্রতিক্রিয়া নেই। যেখানে পাওয়ার কথা কমপক্ষে ৩০০০। এসব নিয়ে কোন প্রতিক্রিয়া নেই। বরাক থেকে দুটি আসল কমিয়ে দেওয়ার প্রস্তাব হলো, কত বড় অন্যায় হয়েছে চিন্তা করুন।

কিন্তু শিলচরের মানুষ এমন ভাব দেখাচ্ছেন যেন কিছুই হয়নি। আশ্চর্য মানসিকতা ।চ্যালেঞ্জ দিয়ে বলা যায় দেশের অন্য কোন প্রান্তে যদি এরকম ঘটনা ঘটত তাহলে আগুন জ্বলতো। কিন্তু বরাকের মানুষ এতটাই নির্লিপ্ত,প্রতিবাদ টুকু পর্যন্ত করার সাহস করতে পারচান না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই প্রতিবাদ অত্যন্ত জরুরি ছিল। কারণ বরাক থেকে একবার যদি দুটি আসন কেড়ে নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই আসন আরো কমবে। অতএব একটা আন্দোলন মুখে মানসিকতা গড়ে ওঠা অত্যন্ত প্রয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *