ঐক্যবদ্ধ ভাবে শহিদ দিবস পালনের আহ্বান

< 1 - মিনিট |

সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চকে অনুরোধ সব সাংস্কৃতিক সংগঠনকে একমঞ্চে নিয়ে আসার চেষ্টায় আপনারা ব্রতী হন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর :১৯শে মে আর বেশি দিন বাকি নেই। এই দিনটি পালনের প্রস্তুতি শুরু হয়েছে গোটা বরাক উপত্যকা জুড়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখানেও বাঙ্গালী তার একতা দেখাতে পারল না। প্রতিবছর শিলচরের বিভিন্ন সংস্কৃতিক সংস্থাকে নিয়ে গঠিত সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সাংস্কৃতিক মঞ্চ থেকে কয়েকটি সংগঠন বেরিয়ে গেছে।

এটা অত্যন্ত দুঃখজনক অন্ততপক্ষে ১৯শে মে শহীদ দিবসে সমস্ত সংগঠন নিজেদের মধ্যে বিবাদ ভুলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত ছিল। সংস্কৃতিক কর্মীরা সমাজের পথপ্রদর্শক। সমাজ তাদের কাছ থেকে শিক্ষা নেয় তারা শিক্ষক। কিন্তু শিলচরে যেভাবে নিজেদের বিবাদগুলো তারা নিজেরাই প্রকাশ্যে আনছেন সংবাদপত্রে সামাজিক মাধ্যম সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাইবো সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ভাবে শহীদ দিবস পালন করেন।

এমনিতেই বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির শত্রুর অভাব নেই। আমাদের ঘরেই বিভীষনরা রয়েছে। তাই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চকে অনুরোধ সব সাংস্কৃতিক সংগঠনকে একমঞ্চে নিয়ে আসার চেষ্টায় আপনারা ব্রতী হন। তারা হলেন বরাক উপত্যকার সংস্কৃতির অভিভাবক। ১৯ শে মের দিনে আপনারা ঐক্যবদ্ধভাবে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন এটাই কামনা করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *